মঙ্গলবার ২২ এপ্রিল ২০২৫ ৯ বৈশাখ ১৪৩২
মঙ্গলবার ২২ এপ্রিল ২০২৫
যোগ্য শিক্ষক নিয়োগে কোনো আপস নয় : বশেমুরবিপ্রবিপি উপাচার্য
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৩, ৫:২৯ PM

শিক্ষার গুণগত মান নিশ্চিতে যোগ্য শিক্ষকের বিকল্প নেই। তাই যত চাপই আসুক না কেন, যোগ্য শিক্ষক নিয়োগে কোনো আপস করা হবে না বলে জানিয়েছেন পিরোজপুরের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. কাজী সাইফুদ্দীন।

উপাচার্য হিসেবে দায়িত্ব নেওয়ার এক বছর পূর্তিতে বুধবার বিকেলে ঢাকায় লিয়াজোঁ অফিসে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। বিশিষ্ট এই মনোবিজ্ঞানী ২০২২ সালের ২০ সেপ্টেম্বর বশেমুরবিপ্রবিপি প্রথম উপাচার্য হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। জাতির জনকের নামে ২০২২ সালে পিরোজপুরে প্রতিষ্ঠিত বিশ্ববিদ্যালয়টি ২০২৩-২৪ শিক্ষাবর্ষ থেকে শিক্ষা কার্যক্রম শুরুর অনুমোদন পেয়েছে।

অনুষ্ঠানে উপাচার্য বলেন, ‘যোগ্য শিক্ষক নিয়োগের পাশাপাশি বিদেশের নামকরা বিশ্ববিদ্যালয়ে কর্মরত বাংলাদেশি শিক্ষকদের মাধ্যমেও পাঠদানের ব্যবস্থা করা হবে।’

কাজী সাইফুদ্দীন বলেন, ‘শিক্ষার্থীদের পদচারণায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস মুখরিত হবে, এটা আমার বড় স্বপ্ন। এই স্বপ্ন বাস্তবায়ন করতে পারলেই নিজেকে সফল মনে করব। এর বাইরে আরও যেসব স্বপ্ন ও পরিকল্পনা রয়েছে, সেগুলোও ধীরে ধীরে বাস্তবায়নের চেষ্টা করব।’

কাজী সাইফুদ্দীন আরও বলেন, “একটি প্রতিষ্ঠান গড়ে তোলায় যেমন গৌরব আছে, তেমনি অনেক চ্যালেঞ্জও আছে। অনেকেই অনেক নেতিবাচক কথা বলেন। কিন্তু আমি আমার লক্ষ্য সম্পর্কে অবগত। কাজ করতে গিয়ে নিত্যনতুন অভিজ্ঞতা হচ্ছে। সেসব অভিজ্ঞতার আলোকে ‘কীভাবে একটি বিশ্ববিদ্যালয় দাঁড়ায়’ তার ওপর একটি বই লেখার ইচ্ছা আছে।”

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. অলক কুমার সাহার সভাপতিত্বে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ভূগোল ও পরিবেশ বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. আব্দুল কাদের, মনোবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. ফারজানা আহমেদ, সহযোগী অধ্যাপক ড. মহসিন রেজা, ড. এইচ এম সাইদুর রহমান ও মো. নুরনবী নিরব এবং বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তারা অনুষ্ঠানে বক্তব্য দেন।

ড. মো. আব্দুল কাদের বলেন, ‘কাজী সাইফুদ্দীন একজন স্বপ্নবাজ মানুষ। তাঁর যে যোগ্যতা, দক্ষতা ও অভিজ্ঞতা, তিনি চাইলে একটি প্রতিষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হতে পারতেন। কিন্তু তিনি নিজের মেধা ও প্রজ্ঞা দিয়ে একটি প্রতিষ্ঠান গড়ে তুলতে চেয়েছেন। আজ তিনি সেই স্বপ্ন বাস্তবায়নের পথে এগিয়ে যাচ্ছেন।’

সহযোগী অধ্যাপক ড. মহসিন রেজা বলেন, বঙ্গবন্ধুর নামে প্রতিষ্ঠিত এই বিশ্ব বিদ্যালয়য়ের যে আলোর কণা জ্বালানো হলো প্রথম উপাচার্য প্রফেসর কাজী সাইফুদ্দীন স্যারের হাতে তা একদিন সারাবিশ্বকে আলোকিত করবে। স্যারের নিরলস পরিশ্রম সফল হোক।
অন্যান্য বক্তাদের বক্তব্যেও কাজী সাইফুদ্দীনের মেধা, প্রজ্ঞা, অভিজ্ঞতা ও দূরদর্শিতার বর্ণনা উঠে আসে। তারা বলেন, কাজী সাইফুদ্দীন স্বপ্ন দেখেন, স্বপ্ন দেখান। বিশ্বের বিভিন্ন দেশ ও বিশ্ববিদ্যালয় ভ্রমণের অভিজ্ঞতা লাগিয়ে তিনি দেশের বিজ্ঞান ও প্রযুক্তি শিক্ষাখাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলেও আশাবাদ ব্যক্ত করেন তারা।

অনুষ্ঠানের শুরুতে ড. অলক কুমার সাহা এক বছরের সার্বিক অগ্রগতি এবং উপাচার্যের কর্মজীবনের ওপর একটি তথ্যচিত্র প্রদর্শন করেন। তিনি বলেন, ‘উপাচার্য মহোদয়ের মেধা ও অভিজ্ঞতা কারো অজানা নয়। এই বিশ্ববিদ্যালয়টি প্রতিষ্ঠায় তিনি নিরলস পরিশ্রম করে যাচ্ছেন। তাঁর স্বপ্ন ও পরিকল্পনার সফল বাস্তবায়ন হলে বিশ্ববিদ্যালয়টি আদর্শ উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে রূপ নেবে।’

এর আগে কেক কেটে বশেমুরবিপ্রবিপি উপাচার্যের যোগদানের বর্ষপূর্তি অনুষ্ঠান শুরু হয়। পরে বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা-কর্মচারীদের পক্ষ থেকে তাঁকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

বাবু/এ.এস

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত