মঙ্গলবার ২২ এপ্রিল ২০২৫ ৯ বৈশাখ ১৪৩২
মঙ্গলবার ২২ এপ্রিল ২০২৫
হোম অব ক্রিকেট ‘সাকিব সাকিব’ স্লোগান
ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৩, ৬:৩৫ PM
বৃষ্টির কারণে প্রথম দফায় অনেকটা সময় বন্ধ ছিল খেলা। মিরপুরের গ্যালারিতে সমর্থকদের চিরচেনা সেই ঢেউয়েও যেন কিছুটা ভাটা পড়েছিল। টস গড়িয়ে খেলা শুরুর পরও অর্ধেকের বেশি ফাঁকা ছিল গ্যালারি। এরপর কিছুটা বিরতি শেষে আকাশ পরিষ্কার হতে ভরে উঠতে থাকে হোম অব ক্রিকেট প্রাঙ্গণ।

টস জিতে বাংলাদেশ ফিল্ডিংয়ে নামতেই একটা বিষয় অনেকেরই দৃষ্টিগোচর হয়েছে। তরুণ পেসার তানজিম হাসান সাকিব আক্রমণে আসতেই গ্যালারিতে তরুণ এ পেসারের নামে স্লোগান! কেউ গলা হাঁকছেন ‘সাকিব সাকিব’ নামে, কেউবা আবার ‘তানজিম, তানজিম’ বলে স্লোগান ধরেছেন।

মাঠে কথা হয় খেলা দেখতে আসা কয়েকজন সমর্থকের সাথে। দীর্ঘদিন পর দলে ফেরা মাহমুদউল্লাহ রিয়াদ ও তামিম ইকবালকে নিয়ে বেশ উচ্ছ্বসিত তারা। সেই সঙ্গে তরুণতুর্কি তানজিম সাকিবের কথাও স্মরণ করালেন। একজন জানান, তানজিম (সাকিব) আমাদের আগামীর স্টার ক্রিকেটার। সবার উচিত তাকে সাপোর্ট দিয়ে পাশে থাকা।

গেল কয়েকদিন ধরে সোশ্যাল মিডিয়ায় তরুণ পেসার তানজিম হাসান সাকিবকে ঘিরে সমালোচনার ঝড় উঠেছে। মূলত বছর খানেক আগে করা এই পেসারের পুরোনো ফেসবুক পোস্ট ঘিরেই যত সমালোচনা। সেই পোস্টে নারী বিদ্বেষীসহ আরও বিরূপ মনোভাবের অভিযোগ উঠেছে। যদিও ইতোমধ্যে ক্ষমা চেয়েছেন টাইগার এই পেসার। বিসিবির তরফে ভবিষ্যতের জন্য সতর্ক করা হয়েছে।

এশিয়া কাপে ভারতের বিপক্ষে অভিষেকেই দুর্দান্ত পারফর্ম করা তানজিম সাকিবকে ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষেও রাখা হয়েছে। আজ একাদশেও সুযোগ পেয়েছেন তিনি। যদিও এখন পর্যন্ত ব্যক্তিগত কোটার ৫ ওভার বল করে ২০ রান খরচ করলেও উইকেটের দেখা পাননি উদীয়মান এ পেসার।

বাবু/জেএম
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত