সমুদ্রে ইঞ্জিন বিকল হয়ে ভাসতে থাকা ‘রহমত-ই-ইলাহি’ নামক জেলে ট্রলারডুবির ঘটনা ঘটে। বৃহস্পতিবার ওই ট্রলারের ২৯ মাঝিমাল্লাকে ভাসমান অবস্থায় পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার চর তুফানিয়া থেকে জীবিত উদ্ধার করেছে কোস্টগার্ড।
কোস্টগার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট এইচএমএম হারুন-অর-রশীদ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান। কোস্টগার্ডের তথ্যানুযায়ী, বৃহস্পতিবার দুপুর ১টা ৫০ মিনিটে কোস্টগার্ড দক্ষিণ জোনের অধীনস্থ বিসিজি আউটপোস্ট রাঙ্গাবালী কর্তৃক ইঞ্জিন বিকল হয়ে সমুদ্রে ভাসতে থাকা ফিসিং বোট (রহমত-ই-ইলাহি) ডুবে যাওয়ার পর রাঙ্গাবালী উপজেলার মৌডুবি ইউনিয়নের চর তুফানিয়ার হতে স্থানীয় জেলেদের সহায়তায় ২৯ জন জেলেকে জীবিত উদ্ধার করা হয়। উদ্ধারকৃত জেলেরা সকলেই চট্টগ্রাম জেলার বাঁশখালী থানাধীন শেখের খিল সরকার বাজার এলাকার বাসিন্দা।
জানা গেছে, জাতীয় জরুরী সেবা ৯৯৯-এ ফোন করে সহায়তা চান ওই জেলেরা। এর ফলেই প্রাণে বেঁচে যান তারা। কোস্টগার্ড জানায়, উদ্ধার করা জেলেদেরকে প্রাথমিক চিকিৎসা, শুকনো খাবার ও বিশুদ্ধ পানি প্রদান করা হয়। পরে জেলেদের মালিকপক্ষ যোগাযোগ করলে গলাচিপা উপজেলায় পাঠানোর ব্যবস্থা করা হয়।
উল্লেখ্য, ২০ সেপ্টেম্বর দুপুর আড়াইটায় পটুয়াখালীর মহিপুর থানাধীন লতাচাপলী এলাকা সংলগ্ন সমুদ্রের দক্ষিণে ফিশিং বোট (রহমত-ই-ইলাহি) ইঞ্জিন বিকল হয়ে ভাসমান অবস্থায় থাকে। পরবর্তীতে বোটটি ভাসতে ভাসতে রাঙ্গাবালীর তুফানিয়া চর সংলগ্ন এলাকায় এসে ডুবে যায়।
বাবু/জেএম