বুধবার ২৩ এপ্রিল ২০২৫ ১০ বৈশাখ ১৪৩২
বুধবার ২৩ এপ্রিল ২০২৫
নেত্রকোনায় প্রতিমা তৈরিতে ব্যস্ত সময় পার করছেন মৃৎ শিল্পীরা
সোহেল খান দূর্জয়, নেত্রকোনা
প্রকাশ: সোমবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৩, ৪:১৮ PM
আসন্ন দূর্গাপূজা উপলক্ষে নেত্রকোনা জেলার প্রতিটি পাড়ায় প্রতিমা তৈরিতে ব্যস্ত সময় পার করছেন প্রতিমা তৈরির কারিগররা। খড়, কাঠ, সুতা আর মাটি দিয়ে নিপুণ হাতে তৈরি করছেন প্রতিমা। পূজা যতই ঘনিয়ে আসছে, শিল্পীদের ব্যস্ততা ততটাই বাড়ছে। এর মধ্যেই অনেকেই প্রতিমা তৈরির অর্ডার (ফরমায়েশ) নেয়া বন্ধ করে দিয়েছেন। 

সুদীপ্ত পাল বলেন, ‘প্রতিমা তৈরির উপকরণের দাম ও চাহিদা বাড়লেও বাড়েনি প্রতিমার দাম। তবে চলতি বছর প্রতিমার চাহিদা গত বছরের তুলনায় বেশি।

বারহাট্টা উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি দীপক কুমার সাহা সেন্টু বলেন, ‘আগামী ২০ অক্টোবর ষষ্ঠী পূজার মধ্য দিয়ে এবারের দুর্গাপূজার মূল আনুষ্ঠানিকতা শুরু হবে। ২৪ অক্টোবর বিজয়া দশমীর মধ্যে দিয়ে শেষ হবে এবাবের দুর্গোৎসব। চলতি বছর দেবী দুর্গা আসছেন শিবের বাসস্থান কৈলাস থেকে (ঘোড়ায়) করে, এবং যাবেন নৌকায়। দেবীর আগমনে বিশ্ব হবে শান্তিময়, অশুভ শক্তিকে বিনাশ করে উদয় হবে শুভ শক্তির এমনটাই প্রত্যাশা তাদের। এর মধ্যেই কোনো কোনো এলাকায় প্রতিমাতে রং তুলির কাজ চলছে। এবছর বারহাট্টা উপজেলায় ৫৫ পূজামন্ডপে পূজা উদযাপন করা হবে।

জেলার পূর্বধলা উপজেলা ঘুরে দেখা গেছে, প্রতিমা তৈরিতে ব্যস্ত সময় পার করছেন মৃৎ শিল্পীরা। যেন দম ফেলার সময় নেই প্রতিমা তৈরির শিল্পীদের। পুরুষদের পাশাপাশি প্রতিমা তৈরির কাজে সহায়তা করছে বাড়ির নারী ও শিশুরা। কেউ কেউ খড়, কাঠ, সুতা দিয়ে প্রতিমার কাঠামো তৈরি করছেন কেউবা নিপুণ হাতে ফুটিয়ে তুলছেন দুর্গা, লক্ষ্মী, সরস্বতী প্রতিমা। প্রতিমার কাঠামো তৈরি শেষে এখন চলছে মাটি দিয়ে প্রতিমা তৈরির মূল কাজ। এরপর প্রতিমা শুকানোর পর কেউ কেউ শুরু করেছে প্রতিমায় রঙের কাজ।

প্রতিমা তৈরির কারিগর শ্রীকান্ত পাল বলেন, আগের মতো মানুষ মাটির তৈরি জিনিসপত্র ব্যাবহার না করায় আমাদের প্রায় সারা বছরই অলস সময় কাটাতে হয়। তবে দুর্গাপূজা চলাকালীন প্রতিমা তৈরি করে যে টাকা আয় হয় তা দিয়ে কোনো মতে সারা বছর সংসার চালাই। আবার চলতি বছর প্রতিমা তৈরির উপকরণের দাম অস্বাভাবিক হারে বেড়েছে। কিন্তু ক্রেতারা প্রতিমার দাম বাড়াচ্ছে না। এতে আমাদের যে টাকা আয় হওয়ার কথা তা আর হচ্ছে না। প্রতিমা কারিগর আরও জানান, চলতি বছর এখানে দুই শতাধিক প্রতিমা তৈরি হচ্ছে। জেলার চাহিদা মিটিয়ে বিভিন্ন জেলায় যাবে। সনিজিব পাল বলেন, ‘এখানে তৈরি প্রতিটি প্রতিমা ১২-৮০ হাজার টাকা মূল্যের প্রতিমা তৈরি হচ্ছে।’

অশোক বন্দ্যোপাধ্যায় বলেন, ‘সনাতন ধর্মালম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা আগামী ২০ অক্টোবর মহাষষ্ঠী পূজার মধ্য দিয়ে শুরু হবে। এবং ২৪ অক্টোবর বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে পাঁচদিন ব্যাপী এই উৎসবের। দেবীর এবার আগমন ও গমন ঘটবে (ঘোড়ায়) যার ফল ছত্রভঙ্গ অর্থাৎ পৃথিবী এবার অনেকটা অস্থির ও বিশৃঙ্খল থাকবে। নেত্রকোনার বিভিন্ন স্থানে সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। পূজা-মণ্ডপগুলোতে প্রতিমা তৈরিতে ব্যন্ত সময় পার করছেন কারিগররা। এ উপলক্ষে জেলার প্রতিটি পূজা মণ্ডপ ও মন্দির সুসজ্জিত করার কাজ চলছে পুরোদমে। এক মাস ধরে প্রতিমাশিল্পীরা তাঁদের শৈল্পিক কাজে আধুনিকতা ও নতুনত্বের ছোঁয়ায় নিপুণ আঁচড়ে তৈরি করছেন প্রতিমা। দিন-রাত কাজ করে নির্ধারিত সময়ের মধ্যে প্রতিমা তৈরির কাজ সম্পন্ন করতে ব্যস্ত কারিগররা। পূজা মণ্ডপ সুসজ্জিত করার পাশাপাশি শহর ও নিকটবর্তী বড় মণ্ডপগুলোয় নির্মাণ করা হচ্ছে ব্যয়বহুল তোরণ। নির্বিঘ্নে পূজা উদযাপনে নিরাপত্তা বাড়াতে আইনশৃঙ্খলা বাহিনীও প্রস্তুত।

নেত্রকোনা জেলা পূজা উদযাপন কমিটির তথ্যমতে, এ বছর জেলা শহরসহ ১০টি উপজেলায় ৫৬০টি মণ্ডপ ও মন্দিরে পূজা উদযাপিত হবে। নেত্রকোনা পৌরসভায় ৫৬টি, সদর উপজেলায় ৬৩টি, দুর্গাপুরে ৬৬টি, কলমাকান্দায় ৬০টি, বারহাট্টায় ৫৫টি, কেন্দুয়ায় ৫২টি, আটপাড়ায় ৪২টি, মদনে ১৬টি, মোহনগঞ্জে ৪২টি, খালিয়াজুরিতে ৪৪টি ও পূর্বধলায় ৬৪টি পূজা মণ্ডপ সাজানোর কাজ চলছে। নেত্রকোনা জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি মঙ্গল সাহা রায় বলেন, আগামী ২০ অক্টোবর ষষ্ঠী পূজার মধ্য দিয়ে শুরু হবে দুর্গাপূজা।

নেত্রকোনা জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক লিটন চন্দ্র পন্ডিত বলেন, জেলার ১০টি উপজেলার সব মণ্ডপ ও মন্দিরে দুর্গোৎসবের যাবতীয় প্রস্তুতির কাজ চলছে। এরই মধ্যে জেলা পূজা উদযাপন পরিষদের সভা অনুষ্ঠিত হয়েছে। উৎসব নির্বিঘ্ন করতে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসনসহ সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনার মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

জেলা পুলিশ সুপার মো. ফয়েজ আহমেদ বলেন, হিন্দু সম্প্রদায়ের এ ধর্মীয় উৎসবকে ঘিরে নিরাপত্তার জন্য কয়েক স্তরে আইনশৃঙ্খলা বাহিনী কাজ করবে। এ বছর নেত্রকোনা জেলায় শান্তিপূর্ণভাবে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে।

বাবু/জেএম
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত