মঙ্গলবার ২২ এপ্রিল ২০২৫ ৯ বৈশাখ ১৪৩২
মঙ্গলবার ২২ এপ্রিল ২০২৫
অসুস্থ পেসার তাসকিন আহমেদ
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: সোমবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৩, ৪:৪৪ PM

চোট নিয়ে এখনো কিছুটা অস্বস্তি অনুভব করছেন তামিম ইকবাল। বিশ্বকাপের কাছাকাছি সময়ে ঝুঁকি বাড়াতে চায় না টিম ম্যানেজমেন্ট। যার জন্য নিউজিল্যান্ডের বিপক্ষে শেষ ওয়ানডে ম্যাচে বিশ্রাম দেওয়া হয়েছে তাঁকে। কুঁচকির চোটের কারণে প্রথম ওয়ানডের পর তানজিম হাসান সাকিবকেও সিরিজের পরের দুই ওয়ানডে থেকে সরিয়ে নেওয়া হয়েছে। 

তবে এর মধ্যেই আবার দুশ্চিন্তা বাড়াচ্ছে তাসকিন আহমেদের অসুস্থতা। শেষ ওয়ানডের দলে আছেন তাসকিন। কিন্তু আজ দলীয় অনুশীলনে দেখা যায়নি এই পেসারকে। পরে খোঁজ নিয়ে জানা গেছে, পেট খারাপ করেছে তাসকিনের। শেষ ম্যাচে খেলবেন কি না, তা এখনই বলা যাচ্ছে না।

বিসিবির চিকিৎসা বিভাগ সূত্র জানিয়েছে, তাসকিনের ফুড পয়জনিং কি না, এ ব্যাপারে তাঁরা নিশ্চিত নন। তবে তাসকিনের পেট খারাপ হয়েছে এটা জানিয়েছেন। তাসকিন আগামীকাল খেলতে পারবেন কি না, এ প্রশ্নের উত্তরে তিনি বলেছেন, এটা নিশ্চিত নয়। তাঁরা আশা করছেন আজই হয়তো ঠিক হয়ে যাবেন তাসকিন। তবে খেলার বিষয়টি নির্ভর করে দুর্বলতার ওপর। যদি ক্লান্তি বা দুর্বলতা না থাকে, তাহলে খেলতে পারবেন তিনি।

আগামীকাল নিউজিল্যান্ডের বিপক্ষে শেষ ওয়ানডে খেলবে বাংলাদেশ। গতকাল পাঁচ পরিবর্তন নিয়ে দল ঘোষণা করেছেন নির্বাচকেরা। তাসকিন, মুশফিকুর রহিম, শরীফুল ইসলাম, নাজমুল হোসেন শান্ত ও মেহেদী হাসান মিরাজ।

প্রথম ম্যাচ বৃষ্টির কারণে পরিত্যক্ত হলেও দ্বিতীয় ওয়ানডে জিতে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে আছে নিউজিল্যান্ড। আগামীকাল সিরিজ বাঁচাতে মাঠে নামবে বাংলাদেশ।

বাবু/এ.এস

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  তাসকিন আহমেদ  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত