সোমবার ২১ এপ্রিল ২০২৫ ৮ বৈশাখ ১৪৩২
সোমবার ২১ এপ্রিল ২০২৫
বালিয়াকান্দিতে ইউনিয়ন আ.লীগের কর্মী সম্মেলন অনুষ্ঠিত
বালিয়াকান্দি রাজবাড়ী
প্রকাশ: সোমবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৩, ৬:৪৬ PM

আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে রাজবাড়ী বালিয়াকান্দিতে ইউনিয়ন আ.লীগের কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৫ সেপ্টেম্বর)  বিকালে বালিয়াকান্দি সদর ইউনিয়ন আ.লীগের আয়োজনে পাইলট হাই স্কুল মাঠ প্রাঙ্গনে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন রাজবাড়ী জেলা আ.লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা জিল্লুল হাকিম এমপি। এসময় তিনি বলেন দেশ ও মানুষের কল্যানে আ.লীগ সভাপতি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কাজ করে যাচ্ছে।  যখন বিএনপি ক্ষমতায় ছিলো সারের জন্য মানুষকে জীবন দিতে হয়েছে।  দেশে সারের কোন অভাব নেই। স্বাস্থ্য সেবা নিশ্চতের লক্ষ্যে ইউনিয়ন পর্যায়ে কমিউনিটি ক্লিনিক করে  দিয়েছে। আজকে বিধবা,প্রতিবন্ধী, মাতৃকালীন ও বয়স্কদের  জন্য ভাতার ব্যবস্থা করে দিয়েছে। গৃহহীন দের ঘড় দিয়েছে।  তাই আগামী নির্বাচনে নৌকাকে বিজয়ী করার জন্য সকলের প্রতি আমি আহবান জনাই।

বালিয়াকান্দি ইউনিয়ন আ.লীগ সভাপতি মো সামসুল আলম মন্টুর সভাপতিত্বে অন্যানের মধ্যে বক্তৃতা করেন জেলা আ.লীগ সহ সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান এ কে এম শফিকুল মোরর্শেদ আরুজ, উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি জাকারিয়া মাসুদ রাজিব প্রমুখ।

বাবু/এ.এস

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত