কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আজ মঙ্গলবার বিএনপির বিভাগীয় রোড মার্চ অনুষ্ঠিত হবে। সকাল ১০টায় ঝিনাইদহ থেকে শুরু হওয়া এই কর্মসূচি মাগুরা, যশোর জেলা ঘুরে শেষ হবে খুলনা নগরীর জিলা হল মোড়ে। সেখানেই সমাপনী সমাবেশ হবে।
রোড মার্চকে স্বাগত জানাতে ব্যাপক প্রস্তুতি নিয়েছে খুলনা মহানগর ও জেলা বিএনপির নেতাকর্মীরা। নগরীর প্রধান সড়কে তোরণ নির্মাণ ব্যানার ফেস্টুনে ছেয়ে গেছে গুরুত্বপূর্ণ মোড় ও সড়ক দ্বীপ। জমায়েতে বিপুল সংখ্যক উপস্থিতি ঘটাতে রাতভর থানা ও ওয়ার্ড চষে বেড়িয়েছেন দলের নেতারা।
মঙ্গলবার সকাল ৮টায় সমাবেশস্থলে গিয়ে দেখা গেছে, ৫টি ট্রাকের ওপর মঞ্চ তৈরির কাজ চলছে। সমাবেশের ৪ দিকের ৪টি সড়কের প্রায় ৫০০ মিটার এলাকায় মাইক লাগানো হয়েছে। সমাবেশস্থল ও মঞ্চের আশপাশে বিএনপি নেতাদের ব্যানার ফেস্টুনে ছেয়ে আছে।
খুলনা মহানগর বিএনপির আহ্বায়ক শফিকুল আলম মনা বলেন, খুলনা জেলার ফুলতলায় উপজেলায় রোড মার্চকে স্বাগত জানাবে খুলনার নেতাকর্মীরা। সেখান থেকে গাড়িবহর প্রধান সড়ক দিয়ে নগরীর জিলা হল চত্বরে পৌঁছাবে। সাতক্ষীরা ও বাগেরহাট জেলার নেতাকর্মীরা সরাসরি সমাবেশে যোগ দেবে। সমাবেশে প্রায় ৫ লক্ষাধিক নেতাকর্মী জমায়েতের লক্ষ্য নিয়ে আমরা কাজ করছি।
বাবু/এ.এস