মঙ্গলবার ২২ এপ্রিল ২০২৫ ৯ বৈশাখ ১৪৩২
মঙ্গলবার ২২ এপ্রিল ২০২৫
যুক্তরাজ্যে দোরাইস্বামীকে গুরুদ্বারে প্রবেশে বাধা খালিস্তানিদের
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শনিবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৩, ৪:০২ PM

যুক্তরাজ্যে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার বিক্রম দোরাইস্বামীকে স্কটল্যান্ডে গুরুদ্বারে প্রবেশে গতকাল শুক্রবার বাধা দিয়েছে খালিস্তান সমর্থকরা।  শনিবার (৩০ সেপ্টেম্বর) এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

শিখ নেতা হারদীপ সিং নিজ্জরের হত্যাকাণ্ড নিয়ে ভারত ও কানাডার সম্পর্ক ইতিমধ্যে তলানিতে ঠেকেছে। নিজ্জরের হত্যাকাণ্ডে ভারত সরকারের যোগসাজশ থাকতে পারে-জাস্টিন ট্রুডোর এমন দাবির পর দেশ দুইটির চরম উত্তেজনা চলছে। আর এরই মধ্যে যুক্তরাজ্যে এবার ভারতীয় হাইকমিশনারের  সঙ্গে এমন ঘটনা ঘটল।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভাইরাল এক ভিডিওতে দেখা যায়, এক জন খালিস্তানি কর্মী স্কটল্যান্ডে গুরুদ্বারে প্রবেশে দোরাইস্বামীকে বাধা দিচ্ছেন। ভিডিওতে হাই কমিশনারের গাড়ির কাছে দুই ব্যক্তিকে দেখা যাচ্ছে। তাদের মধ্যে একজন হাই কমিশনারের গাড়ির দরজা খোলার চেষ্টা চালাচ্ছে। এরপরেই গুরুদ্বার প্রাঙ্গণ থেকে দোরাইস্বামীর গাড়ি চলে যায়।

এনডিটিভি বলছে,  গুরুদ্বারের ম্যানেজিং কমিটির আমন্ত্রণে সেখানে যান দোরাইস্বামী। আরেক ভিডিওতে দেখা যায়, খালিস্তানি বিচ্ছিন্নতাবাদীরা গুরুদ্বারের ম্যানেজিং কমিটিকেও হুমকি দিচ্ছে। এ ঘটনায় ভারত সরকারের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে এ নিয়ে পুলিশি অভিযোগ করা হয়েছে বলে সূত্র নিশ্চিত করেছে।

বাবু/এ.এস

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  খালিস্তানি   যুক্তরাজ্যে  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত