বিশ্বকাপ খেলতে ভারতের গুয়াহাটিতে অবস্থান করছে বাংলাদেশ ক্রিকেট দল। সেখানে প্রথম প্রস্তুতি ম্যাচে শ্রীলঙ্কাকে ৭ উইকেটে উড়িয়ে দিয়েছে টাইগাররা। সমগ্র দেশবাসীর পাশাপাশি লাল-সবুজ জার্সিধারীদের প্রতি শুভকামনা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
মার্কিন যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম ‘ভয়েস অব আমেরিকা’-কে দেওয়া এক সাক্ষাৎকারে প্রধানমন্ত্রী এ আশাবাদ ব্যক্ত করেছেন। তিনি বলেন, ‘আমি তাদের (বাংলাদেশ দল) বলব, বিশ্বকাপে বাংলাদেশের সম্মানটা যেন বজায় থাকে। তারা সেভাবে নিজেদের সবটুকু নিংড়ে দেবে এবং দেশের সম্মান বজায় রাখবে।’
প্রধানমন্ত্রী আরও বলেন, ‘আমার সঙ্গে সব সময় খেলোয়াড়দের যোগাযোগ থাকে। এখানে আসার আগেও আমি তাদের সঙ্গে কথা বলেছি। তারা ছাড়াও সংগঠকদের সঙ্গে কথা বলি। সব সময় দলের ক্রিকেট প্রতি খেয়াল রাখি। সব ধরনের সহযোগিতা করে থাকি।’
বাংলাদেশ ক্রিকেটের অনেক বড় সমর্থক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। যদি ভালোভাবে সাকিবরা খেলতে পারেন তাহলে ভালো রেজাল্ট করা সম্ভব বলে মনে করেন তিনি।
বাবু/এ.এস