সোমবার ২১ এপ্রিল ২০২৫ ৮ বৈশাখ ১৪৩২
সোমবার ২১ এপ্রিল ২০২৫
জাতিসত্তার কবি মুহম্মদ নূরুল হুদার জন্মদিনে সশ্রদ্ধ শুভেচ্ছা
ফারহান ইশরাক
প্রকাশ: শনিবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৩, ৪:৪৪ PM আপডেট: ৩০.০৯.২০২৩ ৫:০৪ PM

দার্শনিকের স্বভাবের সঙ্গে কবির যেখানে বড়ো মাত্রায় অমিল, সেই অবস্থার বিপরীতে জগতের সঙ্গে কবির সম্পর্ক প্রধানত আসক্তিমূলক, প্রেমমূলক, লিপ্সামূলক, এবং চূড়ান্ত অর্থে অবশ্যই সৌন্দর্যমূলক। এক অর্থে কবিত্বের প্রধান লক্ষণ জাগতিক সৌন্দর্যের মধ্যে মোহগ্রস্ত রূপে অবস্থান এবং তার ভাষায়ত রূপান্তরের সাহায্যে পাঠককেও ঘোরগ্রস্ত করা।

কবির আরেক অন্যতম দায় জগতের সঙ্গে তার এই সংযোগটাকে মুগ্ধতার গৌরবে প্রকাশ। জাতিসত্তার কবি খ্যাত মুহম্মদ নূরুল হুদা তাঁর কবিতায় এবং তাঁর জীবনে এবং তাঁর অস্তিত্বের ইতিহাসে ক্রমাগত এই প্রক্রিয়ার মধ্যেই সক্রিয় ছিলেন। তবে তাঁর এক জরুরি বৈশিষ্ট্য কবিতায় দার্শনিকতার মিশেল ঘটিয়ে কবিত্বের চঞ্চলতাকে দার্শনিকতার অটলতায় প্রকাশ। কবিত্বের তেজস্বিতা এবং ভাষা-স্থাপনার লালিত্য তাঁর পুরো কবিতায় সৃষ্টির উৎসব সর্বদাই সরগরম রাখে।

বিস্ময় ও স্ব-ভাব, বুদ্ধি ও সংবেদ, চিন্তা ও কল্পনা, শাসন ও স্বাধীনতা, গণিত ও সংগীত প্রভৃতি যুগ্মপ্রত্যয়কে কখনো পারস্পারিকতায়, কখনো আপাতসংঘাতে নতুনতর অর্থমাত্রায় উত্তরিত হতে দেখা যায় তাঁর কতিায়। তাঁর সৃষ্টির রসায়নে গীতলতার প্রবাহের মধ্যে দার্শনিকতার পুলক একান্তে মিলতে দেখে পাঠক হিসেবে আমার আস্বাদ অপূর্ণ থাকে না।

সময়ের স্রোতস্বলতায় শিল্পরুচি ও শিল্পপন্থা সর্বদা বিবর্তনের সচল বৈচিত্র্যে নতুন রূপের অভিব্যক্তি পেতে চায়, যাকে বলা যেতে পারে সময়ের নিজস্ব অভিলাষ, যা কেবল স্বভাবের তরুণতার মধ্যেই সচ্ছল হতে পারে। এই শর্ত পূরণের জন্য কবির অন্তরপরিধিকে নতুন কালের উষ্ণতায় সেঁকে নেবার প্রয়োজন পড়ে। সময়ের ঘর্ষবিদ্যুতে পিপাসার হাত নিরন্তর ডুবিয়ে রাখার সাহস ও অঙ্গীকার জাতিসত্তার কবিকে সতেজ রাখতে দেখি সবসময়। ৩০ সেপ্টেম্বর (জন্মসাল : ১৯৪৯) চুয়াত্তরতম জন্মদিনে কবির প্রতি আমার সশ্রদ্ধ শুভেচ্ছা ও অভিনন্দন।

লেখক : কবি

বাবু/এ.এস

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত