সোমবার ২১ এপ্রিল ২০২৫ ৮ বৈশাখ ১৪৩২
সোমবার ২১ এপ্রিল ২০২৫
অচলাবস্থার দ্বারপ্রান্তে যুক্তরাষ্ট্র সরকার
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শনিবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৩, ৫:১৬ PM

আরেকটি অচলাবস্থার দ্বারপ্রান্তে রয়েছে যুক্তরাষ্ট্রের সরকার। দেশটির আইনসভা কংগ্রেসের নিম্নকক্ষে সংখ্যাগরিষ্ঠ রিপাবলিকানদের বিরোধীতার মুখে ডেমোক্র্যাট সরকারের বাজেট পাস নিয়ে সংশয় দেখা দিয়েছে। খবর বিবিসি।

গত এক দশকে এটি হতে পারে চতুর্থ শাটডাউন। ফলে বিমান ভ্রমণ থেকে শুরু করে জাতীয় উদ্যান এবং বিবাহের লাইসেন্স সবকিছুতেই এর উল্লেখযোগ্য প্রভাব দেখা দিতে পারে। এমনকি বেশিরভাগ সরকারি কর্মচারীদের বিনা বেতনে বরখাস্ত করা হতে পারে এবং গুরুত্বপূর্ণ পুষ্টি কার্যক্রমও বন্ধ করা হতে পারে।

মার্কিন হাউস অব রিপ্রেজেন্টেটিভসে কঠোর বিরোধীতার মুখোমুখি হতে হয় ডেমোক্র্যাট সদস্যদের। রিপাবলিকানরা খুব কম পার্থক্যে সংখ্যাগরিষ্ঠতায় হাউস নিয়ন্ত্রণ করে। সরকারের কার্যক্রম পরিচালার জন্য বিলটি দুই পক্ষের সমর্থন লাগবে। তারপর তা প্রেসিডেন্ট জো বাইডেনের কাছে যাবে।

ইউক্রেনের যুদ্ধে আর মার্কিন অর্থায়ন না করার আহ্বানসহ ব্যয়ে উল্লেখযোগ্য কমানোর দাবি নিয়ে কংগ্রেসের নিম্ন কক্ষে আলোচনা করে রিপাবলিকানরা।

আইনপ্রণেতারা কোনো চুক্তিতে পৌঁছাতে না পারলে শনিবার মধ্যরাত থেকে মার্কিন সরকারের গুরুত্বপূর্ণ সংস্থাগুলো অকার্যকর হয়ে পড়বে।

তবে হোয়াইট হাউসের ম্যানেজমেন্ট ও বাজেট অফিসের পরিচালক শালান্দা ইয়ং বলেন, শাটডাউন এড়ানোর এখনো সুযোগ আছে। এজন্য রিপাবলিকানদের অভ্যন্তরীণ বিরোধ মেটানো প্রয়োজন।

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, আগামী ১ অক্টোবর থেকে যুক্তরাষ্ট্রের নতুন অর্থবছরের জন্য কংগ্রেস বাজেট পাসে ব্যর্থ হলে শাটডাউন শুরু হতে পারে। আর এমনটি হলে, কোনো আর্থিক প্রণোদনা ছাড়াই চাকরি হারাতে পারেন কয়েক লাখ কর্মচারী।

মার্কিন সরকারকে ৩১ অক্টোবর পর্যন্ত সচল রাখতে গতকাল শুক্রবার (২৯ সেপ্টেম্বর) স্বল্পমেয়াদে বিল পাসের চেষ্টা হয়েছিল পার্লামেন্টের নিম্নকক্ষে। কিন্তু রিপাবলিকানদের বিরোধীতার কারণে বিলটি অনুমোদন পায়নি। বিলটির বিপক্ষে ২৩২ এবং পক্ষে ১৯৮টি ভোট পড়েছিল।

কিন্তু ডানপন্থী আইনপ্রণেতাদের একটি বিদ্রোহী দল ইউক্রেনের যুদ্ধে আর মার্কিন অর্থায়ন না করার আহ্বানসহ ব্যয়ে উল্লেখযোগ্য হ্রাসের দাবি নিয়ে নিম্ন কংগ্রেসের কক্ষে আলোচনা চালিয়েছে।

সাবেক রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের কাছ থেকে অনলাইনে সোচ্চার সমর্থন পেয়ে হার্ড-লাইনাররা হাউসের মাধ্যমে অচলাবস্থা ভাঙার জন্য প্রয়োজনীয় আইন প্রণয়নের জন্য স্পিকার কেভিন ম্যাকার্থির প্রচেষ্টাকে ট্যাঙ্ক করেছে।

প্রেস সেক্রেটারি কারিন জিন-পিয়ের শুক্রবার এক বিবৃতিতে লিখেছেন, ‘সরকারকে অর্থায়নের জন্য এগিয়ে যাওয়ার পথটি দ্বিদলীয় সমর্থনে সিনেটের মাধ্যমে নির্ধারণ করা হয়েছে। হাউস রিপাবলিকানদের কেবল এটি গ্রহণ করা দরকার।’

প্রসঙ্গত, ২০১৯ সালে সরকারে অচলাবস্থা বা শাটডাউন ঘোষণা করেছিলেন তৎকালীন যুক্তরাষ্ট্রে তৎকালীন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার অধীনে শাটডাউন ৩৪ দিন স্থায়ী হয়ে রেকর‌্ড করেছিল।

বাবু/এ.এস

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত