নেত্রকোনার পূর্বধলায় ১১০ বোতল ভারতীয় মদসহ মো. বোরহান উদ্দিন (৩৯) ও মো. মাহফুজুল ইসলাম (২৫) নামের দুই ব্যক্তিকে আটক করেছে নেত্রকোনা ডিবি পুলিশ।
বুধবার (৪ অক্টোবর) গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার লালমিয়ার বাজার এলাকা থেকে তাদেরকে আটক করা হয়। আটককৃত বোরহান পূর্বধলা উপজেলার নারায়নডহর গ্রামের মো. আব্দুল লতিফের ছেলে ও মাহফুজুল দুর্গাপুর উপজেলার চন্ডিগর গ্রামের মো. শহিদুল ইসলামের ছেলে।
পূর্বধলা থানার ওসি মোহাম্মাদ সাইফুল ইসলাম বলেন, বিষয়টি শুনেছি। ইঞ্জিন চালিত হ্যানট্রলিতে অভিযান চালিয়ে নেত্রকোনা ডিবির ফোর্স তাদেরকে আটক করে। এ ব্যাপারে মামলা দায়েরের প্রক্রিয়া চলমান।
বাবু/জেএম