ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তর কর্তৃক পরিচালিত কিশোর-কিশোরী ক্লাব স্থাপন প্রকল্পের ক্লাব ম্যানেজমেন্ট কমিটির (সিএমসি) সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৪ অক্টোবর) উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার তানভীর ফরহাদ শামীম এর সভাপতিত্বে ও মহিলা বিষয়ক কর্মকর্তা কবিতা ইসলামের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা ভাইস চেয়ারম্যান জাকির হোসেন সাদেক, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোকাররম হোসেন।
এসময় নবীনগর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু মোছাসহ কিশোর কিশোরী ক্লাবের প্রতিষ্ঠান প্রধানগণ উপস্থিত ছিলেন।
বাবু/জেএম