মঙ্গলবার ২২ এপ্রিল ২০২৫ ৯ বৈশাখ ১৪৩২
মঙ্গলবার ২২ এপ্রিল ২০২৫
জাতীয় বিশ্ববিদ্যালয়ের কারিকুলামে নিজস্ব সমাজ দর্শন ও দক্ষতা সমন্বয়ের ওপর গুরুত্বারোপ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ৪ অক্টোবর, ২০২৩, ৬:৫১ PM
গতানুগতিক ধারা পরিবর্তন করে দক্ষতাভিত্তিক, কর্মমুখি এবং বিশ্বের উন্নত দেশের সঙ্গে মিল রেখে দ্রুত কর্মসংস্থানমুখী কারিকুলাম প্রণয়নের লক্ষ্যে দেশি-বিদেশি গবেষকদের অংশগ্রহণে আন্তর্জাতিক কর্মশালার আয়োজন করেছে জাতীয় বিশ্ববিদ্যালয়। 

আজ বুধবার (৪ অক্টোবর) ঢাকার সায়েন্স ল্যাবে জাতীয় শিক্ষা ব্যবস্থাপনা একাডেমিতে (নায়েম) দুই দিনব্যাপী এই কর্মশালা শুরু হয়েছে। কর্মশালার প্রথম দিনের উদ্বোধনী সেশনে প্রধান অতিথি ছিলেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমপি। কর্মশালায় সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. মশিউর রহমান।

বিশেষ অতিথি ছিলেন ভারতের বিশিষ্ট শিক্ষাবিদ ও রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য প্রফেসর ড. পবিত্র সরকার। কর্মশালায় বিশিষ্ট গবেষক ও শিক্ষাবিদরা জাতীয় বিশ্ববিদ্যালয়ের কারিকুলাম প্রণয়নে নিজস্ব সমাজ দর্শন ও দক্ষতাভিত্তিক কোর্সের উপর গুরুত্বারোপ করেন।

কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি নতুন শিক্ষাক্রমের প্রয়োজনীয়তার প্রসঙ্গ টেনে বলেন, শিক্ষার্থীরা যেন সেই দক্ষতা ও শিক্ষা নিয়ে বের হতে পারেন, যা কর্মজগতের সঙ্গে সামঞ্জস্য থাকে এবং শিক্ষার্থীরা যখন কর্মজগতে প্রবেশ করতে যান, তখন যেন সেই প্রবেশটি সহজ হয়। এ ছাড়া কর্মজগতের চাহিদার সঙ্গে যেন তাঁরা খুব সহজে খাপ খাইয়ে নিতে পারেন,  সেই জন্যই এসব উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি আরও বলেন, জাতীয় বিশ্ববিদ্যালয় কোর্স-কারিকুলাম উন্নয়নে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে। পাশাপাশি কর্মসংস্থানের জায়গাটার সঙ্গে সামাঞ্জস্য রেখে বিভিন্ন ধরনের কোর্স প্রবর্তনের উদ্যোগ এ বিশ্ববিদ্যালয় নিয়েছে। তারা কর্মমুখি পিজিড কোর্স, শর্ট কোর্স চালু করেছে।

বাবু/জেএম
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত