‘জন্ম ও মৃত্যু নিবন্ধন করি, নাগরিক অধিকার নিশ্চিত করি’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে সোনাগাজী উপজেলা প্রশাসনের আয়োজনে জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবসে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আজ শুক্রবার (৬ অক্টোবর) সকালে সোনাগাজী উপজেলা ভিডিও কনফারেন্স রুমে র্যালি পরবর্তী আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার কামরুল হাসান এর সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত থেকে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শাখাওয়াত হক বিটু, উপজেলা প্রকৌশলী আবদুল কাদের মুজাহিদ, মজলিসপুর ইউপি চেয়ারম্যান এম এ হোসেন, আমিরাবাদ ইউপি চেয়ারম্যান আজিজুল হক হিরণ, উপজেলা শিক্ষা অফিসার নজরুল ইসলাম, কাউন্সিলর বেলায়েত হোসেন।
এসময় সোনাগাজী পৌর সভার কাউন্সিলর হেদায়েত উল্যাহ, ইউপি সচিব আবদুল হালিম, সালাউদ্দিন, সুবল চন্দ্র চন্দ, নুর নাহার বুবলিসহ পৌর সভার কর্মকর্তা, ইউপি সচিব ও উদ্যোক্তা বৃন্দরা উপস্থিত ছিলেন।
বাবু/জেএম