মঙ্গলবার ২২ এপ্রিল ২০২৫ ৯ বৈশাখ ১৪৩২
মঙ্গলবার ২২ এপ্রিল ২০২৫
জয়ের লক্ষ্য নিয়ে আজ শক্তিশালী নিউজিল্যান্ডের মুখোমুখি টাইগাররা
মশিউর অর্ণব
প্রকাশ: শুক্রবার, ১৩ অক্টোবর, ২০২৩, ১২:০২ PM
ওয়ানডে বিশ্বকাপে নিজেদের তৃতীয় ম্যাচে আজ (শুক্রবার) শক্তিশালী নিউজিল্যান্ডের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। চেন্নাইয়ের এম চিদাম্বরম স্টেডিয়ামে বাংলাদেশ সময় দুপুর আড়াইটায় শুরু হবে হাইভোল্টেজ ম্যাচটি।

আফগানিস্তানের বিপক্ষে ৬ উইকেটের বড় জয় দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করে বাংলাদেশ। তবে দ্বিতীয় ম্যাচে বর্তমান চ্যাম্পিয়ন ইংল্যান্ডের কাছে ১৩৭ রানের বড় ব্যবধানে হারে টাইগাররা।

অন্যদিকে, টুর্নামেন্টে নিজেদের প্রথম দুই ম্যাচেই জয় পেয়েছে বর্তমান রানার্স-আপ নিউজিল্যান্ড। নিজেদের প্রথম ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে ৮২ বল বাকি রেখে ২৮৩ রানের টার্গেট স্পর্শ করে ৯ উইকেটের জয় পায়  কিউইরা। পরের ম্যাচে নেদারল্যান্ডসকে ৯৯ রানে হারিয়ে টানা দ্বিতীয় জয় তুলে নেয় নিউজিল্যান্ড।

আসরে নিজেদের দুই ম্যাচে নতুন বলে নিজেদের নামের প্রতি সুবিচার করতে পারেনি বাংলাদেশের পেসাররা। বল হাতে দারুন পারফরমেন্স প্রদর্শন করে আফগানিস্তানকে ১৫৬ রানে অলআউট করে দেয় বাংলাদেশের স্পিনাররা।

কিন্তু ইংল্যান্ডের বিপক্ষে  বাংলাদেশের পেসাররা ছিলেন ব্যয়বহুল। একমাত্র অধিনায়ক সাকিব আল হাসান ছাড়া আর কোন স্পিনারই ইংলিশদের আগ্রাসী ব্যাটিংয়ের সামনে নিজেকে মেলে ধরতে পারেনি। 
ফাইল ছবি

ফাইল ছবি


ব্যাটিংয়ে পুরোপুরি ব্যর্থই ছিলো বাংলাদেশের টপ অর্ডার। আফগানিস্তানের বিপক্ষে ২৭ রানে ২ উইকেট হারালেও সমস্যায় ফেলেনি টাইগারদের। ইংল্যান্ডের বিপক্ষে ব্যাটিং সহায়ক উইকেটে বাংলাদেশী ব্যাটাররা ফর্মে ফিরবেন ধারণা করা হলেও  সেটি  হয়নি। প্রথমে ব্যাট করে ৯ উইকেটে ৩৬৪ করে ইংল্যান্ড। জবাবে ৪৯ রানেই ৪ উইকেট হারিয়ে লড়াই থেকে ছিটকে পড়ে বাংলাদেশ। আর সেখানেই ম্যাচের ভাগ্য নির্ধারিত হয়ে যায়।

চেন্নাইয়ের স্পিন সহায়ক উইকেটে বাংলাদেশেী  স্পিনারদের সামলাতে তার দল প্রস্তুত বলে জানিয়েছেন নিউজিল্যান্ড  অধিনায়ক কেন উইলিয়ামসন। 

সাকিব আল হাসানের পাশাপাশি বাংলাদেশের দলে মেহেদি হাসান মিরাজ, মাহেদি হাসান, নাসুম আহমেদের মতো ভালো মানের বেশ কিছু স্পিনার আছে। যারা দলের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।

ইনজুরির কারণে প্রথম দুই ম্যাচে খেলতে না পারা উইলিয়ামসন বলেন, ‘দল হিসাবে আমাদের পরিকল্পনা এবং তার ওপড়ই  মনোযোগ ধরে রাখার চেষ্টা করছি। যতটা সম্ভব  সবাই দায়িত্ব পালনের  চেস্টা করবো। আমরা জানি  প্রথম দুই ম্যাচের তুলনায়  আগামীকালের (আজকের) ম্যাচটি কিছুটা ভিন্ন ধরনের হতে পারে।’

তিনি আরও বলেন, ‘আমরা জানি প্রতিটি ম্যাচের  মতো আগামীকালও (আজ) একটি বড় চ্যালেঞ্জ হতে যাচ্ছে। যে কেউ যে কোন দলকে হারাতে পারে এমনটা জেনেই আমরা এ টুর্নামেন্টে এসেছি। আমি মনে করি, এটি  সত্যিই একটি রোমাঞ্চকর ইভেন্ট এবং পরিস্থিতি সবসময় পরিবর্তন হচ্ছে। আপনি এক ভেন্যু থেকে আরেক ভেন্যুতে যাচ্ছেন, যেখানে কন্ডিশন থাকে। এখানে স্পিন আছে এবং উইকেটও বৈচিত্র্যময় হয়েছে। কারণ সারা দিন ধরেই ম্যাচগুলো চলে। অবশ্যই আমি মনে করি, দু’দলেই ভালো স্পিনার আছে এবং নিঃসন্দেহে আগামীকাল (আজ) স্পিনাররা বড় ভূমিকা রাখবে।’

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  ওয়ানডে বিশ্বকাপ   বাংলাদেশ ক্রিকেট   নিউজিল্যান্ড  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত