মঙ্গলবার ২২ এপ্রিল ২০২৫ ৯ বৈশাখ ১৪৩২
মঙ্গলবার ২২ এপ্রিল ২০২৫
মুশফিকের ৪৮তম ফিফটি, জুটি গড়ে ফিরলেন সাকিব
ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ১৩ অক্টোবর, ২০২৩, ৪:৫৬ PM আপডেট: ০৭.১১.২০২৩ ৭:২৪ PM
দলের বিপদে আরও একবার জ্বলে উঠলো মিস্টার ডিপেন্ডেবল মুশফিকুর রহিমের ব্যাট। তুলে নিলেন ওয়ানডে ক্যারিয়ারের ৪৮তম হাফসেঞ্চুরি।

মুশফিক-সাকিবের জুটিতে বিপর্যয় কাটিয়ে ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ২৯ ওভার শেষে টাইগারদের সংগ্রহ ৪ উইকেটে ১৪৫ রান। মুশফিক ৫৩ আর সাকিব ৩৪ রানে অপরাজিত আছেন।

১৩ ওভার না যেতেই ৫৬ রানেই নেই ৪ উইকেট। সেই ব্যাটিং বিপর্যয়, সেই পুরোনো চেহারায় বাংলাদেশ। দলের এই বিপর্যয়ের মুখে হাল ধরেছেন দুই অভিজ্ঞ ব্যাটার সাকিব আল হাসান আর মুশফিকুর রহিম।

তাদের জুটিতে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে বাংলাদেশ। ২১ ওভারে দলীয় সংগ্রহ ১০০ ছুঁয়েছে টাইগাররা। এখন পর্যন্ত ১০৩ বলে সাকিব-মুশফিকের জুটি থেকে এসেছে ৮৯ রান।

চেন্নাইয়ে টস জিতে প্রথমে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠিয়েছে নিউজিল্যান্ড। বরাবরের মতো শুরুতেই ধাক্কা। ট্রেন্ট বোল্টের বলে ফাইন লেগে ক্যাচ দিয়ে ফেরেন লিটন। আগের ম্যাচে হাফসেঞ্চুরির পর এবার গোল্ডেন ডাকে (১ বলে ০) সাজঘরে টাইগার ওপেনার।

তরুণ তানজিদ হাসান তামিমও বড় মঞ্চে নিজেকে সেভাবে মেলে ধরতে পারছেন না। আজ সেট হয়ে গিয়েছিলেন, কিন্তু ইনিংস বড় করতে পারেননি। লুকি ফার্গুসনের বলে স্কয়ার লেগে সহজ ক্যাচ দিয়ে ফিরেছেন তামিম (১৭ বলে ৪ বাউন্ডারিতে ১৬)।

মেহেদী হাসান মিরাজ তিন নম্বরে নেমে বেশ রানের গতি সচল করেছিলেন। কিন্তু ব্যক্তিগত ৩০ রানে তিনিও ভুল করে বসেন। ফার্গুসনকে পুল করতে গিয়ে ফাইন লেগে ক্যাচ দিয়ে ফেরেন এই অলরাউন্ডার। ৪৬ বলের ইনিংসে তিনি হাঁকান ৪টি বাউন্ডারি।

এরপর নাজমুল হোসেন শান্ত আউট হয়েছেন সহজ এক বলে। গ্লেন ফিলিপস নিজেও হয়তো আশা করেননি এমন বলে উইকেট পেয়ে যাবেন। আলতো করে ক্যাচ তুলে দিয়ে সাজঘরে পথে হাঁটেন শান্ত (৮ বলে ৭)।
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত