মঙ্গলবার ২২ এপ্রিল ২০২৫ ৯ বৈশাখ ১৪৩২
মঙ্গলবার ২২ এপ্রিল ২০২৫
কালিহাতীতে বৈদ্যুতিক ট্রান্সফরমার বিস্ফোরণ, দগ্ধ পুলিশের এসআই
সোহেল রানা, কালিহাতী (টাঙ্গাইল)
প্রকাশ: শুক্রবার, ১৩ অক্টোবর, ২০২৩, ৫:২০ PM আপডেট: ১৩.১০.২০২৩ ৫:২৫ PM
শুক্রবার (১৩ অক্টোবর) ভোরে এলেঙ্গা হাইওয়ের ওপর দিয়ে নিয়ে যাওয়া হচ্ছিল রূপপুর পারমাণবিক বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের ইউরেনিয়াম ফুয়েল। সরকারি নির্দেশে তখন রাস্তার পাশের নিরাপত্তার দায়িত্বে থাকা কালিহাতী থানার এসআই মনসুর বৈদ্যুতিক ট্রান্সফরমার বিস্ফোরণে মারত্মকভাবে আগুনে দগ্ধ হন।

কালিহাতীর উপ-শহর খ্যাত এলেঙ্গা উৎসব ফিলিং স্টেশন সংলগ্ন পুরাতন রেস্টুরেন্টের তিন তলা বিল্ডিংয়ের ছাদে ডিউটিরত ছিলেন এসআই মনসুর।

গুরুতর অবস্থায় ঢাকায় পাঠিয়ে দিলে বর্তমানে তিনি শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন রয়েছেন।

কালিহাতী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মনিরুজ্জামান শেখ জানান, শুক্রবার ভোর চারটার দিকে এলেঙ্গা উৎসব ফিলিং স্টেশন সংলগ্ন পুরাতন রেস্টুরেন্টের তিন তলা বিল্ডিংয়ের ছাদে ইউরেনিয়াম ফুয়েল বহনের নিরাপত্তার ডিউটিরত থাকাকালীন বিল্ডিংয়ের ছাদের পূর্ব পাশে একটি ট্রান্সফরমার বিস্ফোরিত হয়ে ছাদ ঘেঁষে যাওয়া ৩৩ হাজার ভোল্টের তারে আগুন লাগলে আগুনের গোলা এসআই মনসুরের শরীরে এসে পড়লে সারা শরীর মারাত্মকভাবে দগ্ধ হয়। তৎক্ষণাৎ পাশে ডিউটিতে থাকা নায়েক নাজমুল আগুন নিভানোর চেষ্টা করেও ব্যর্থ হন।

তিনি আরও বলেন, এ সময় কালিহাতী থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ কামরুল ফারুক উৎসব ফিলিং স্টেশনের পাশে রাউন্ড ডিউটিতে ছিলেন। খবর পেয়ে তিনি  দ্রুত ছাদে গিয়ে আগুন নিভান। 

পরে এসআই মনসুরকে চিকিৎসার জন্য দ্রুত টাঙ্গাইলে শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অবস্থা আশংকাজনক হওয়ায় প্রাথমিক চিকিৎসা শেষে তাকে উন্নত চিকিৎসার জন্য শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে পাঠিয়ে দেওয়া হয়।



বাবু/এএস
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত