জয়ের জন্য ২৮৫ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে দ্বিতীয় ওভারেই ওপেনার জনি বেয়ারেস্টর উইকেট হারায় ইংলিশরা। এরপর নিয়মিত বিরতিতেই উইকেট পড়ছে ইংল্যান্ডের। ২৭ ওভারের মধ্যে মাত্র ১৩৮ রানেই বিশ্ব চ্যাম্পিয়নদের ৬ উইকেট তুলে নিয়ে ইংল্যান্ডকে শক্তহাতে চেপে ধরে আফগান বোলাররা।
দ্বিতীয় ওভারে প্রথম বল করতে আসেন ফজল হক ফারুকি। তার প্রথম বলেই এলবিডব্লিউর জোরালো আবেদন ওঠে। আম্পায়ার আঙ্গুল তুলে দেন। রিভিউ নেন বেয়ারেস্ট। কিন্তু তাতে তিনি সফল হলেন না। মাত্র ২ রান করেই ফিরতে হলো সাজঘরে।
এরপর ডেভিড মালান এবং জো রুট মিলে গড়েন ৩১ রানের জুটি। এবার রহস্যময় স্পিনার মুজিব-উর রহমানের বলে বোল্ড হয়ে যান জো রুট। ১৭ বলে ১১ রান করেন তিনি। ডেভিড মালান এবং হ্যারি ব্রুক মিলে ৩৫ রানের জুটি গড়ে তোলেন। কিন্তু এবার ডেভিড মালান ভুল করে বসেন। মোহাম্মদ নবির বলে এক্সট্রা কভারে ইবরাহিম জাদরানের হাতে ক্যাচ দেন তিনি। ৩৯ বলে ৩২ রান করেন মালান।
অধিনায়ক জস বাটলারের ওপর ছিল অনেক বড় দায়িত্ব। কিন্তু তিনিও পারলেন না আফগান বোলিংয়ের সামনে টিকতে। পেসার নাভিন-উল হকের পেসে বোল্ড হয়ে গেলেন ইংলিশ অধিনায়ক। ৯১ রানের মাথায় পড়লো চতুর্থ উইকেট।
এর আগে টস হেরে ব্যাট করতে নেমে ৪৯.৫ ওভারে ২৮৪ রান করে অলআউট হয় আফগানিস্তান। ৫৭ বলে ৮০ রান করেন রহমানুল্লাহ গুরবাজ। ৬৬ বলে ৫৮ রান করেন ইকরাম আলিখিল।
বাবু/এমএ