মঙ্গলবার ২২ এপ্রিল ২০২৫ ৯ বৈশাখ ১৪৩২
মঙ্গলবার ২২ এপ্রিল ২০২৫
ইশতেহার তৈরিতে তৃণমূলের মতামত চেয়েছে আওয়ামী লীগ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রবিবার, ১৫ অক্টোবর, ২০২৩, ৯:১৯ PM
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ইশতেহার তৈরির জন্য তৃণমূলের বিভিন্ন শ্রেণি পেশার মানুষের মতামত চেয়েছে আওয়ামী লীগ। এ লক্ষে জেলা, মহানগর, উপজেলা, থানা ও পৌর শাখার নেতাদের কাছে মতামত সংবলিত প্রতিবেদন চেয়ে চিঠি দিয়েছে আওয়ামী লীগের ইশতেহার প্রণয়ন উপকমিটি। ইশতেহারে কোন কোন বিষয় অন্তর্ভুক্ত করা যায়- এ সম্পর্কিত প্রতিবেদন ২ নভেম্বরের মধ্যে পাঠাতে বলা হয়েছে। 

গতকাল শনিবার আওয়ামী লীগের নির্বাচন ইশতেহার প্রণয়ন উপকমিটির সদস্য সচিব এবং দলটির তথ্য ও গবেষণা সম্পাদক ড. সেলিম মাহমুদ এক চিঠিতে এ অনুরোধ জানিয়েছেন। জেলা, মহানগর, উপজেলা, থানা ও পৌর আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদক, আহ্বায়ক, যুগ্ম আহ্বায়কের বরাবর এই চিঠি পাঠানো হয়।

চিঠিতে বলা হয়েছে, ‘আপনি অবগত আছেন যে, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহার প্রণয়নে উপকমিটি গঠিত হয়েছে। এই কমিটি ইতোমধ্যে ইশতেহার প্রণয়ন কার্যক্রম শুরু করেছে। এই কার্যক্রমকে অধিকতর ফলপ্রসূ ও কার্যকর করার লক্ষ্যে দেশের তৃণমূল পর্যায়ের মানুষের মতামত নেওয়ার প্রয়োজনীয়তা রয়েছে।’

এতে আরো বলা হয়, ‘এ লক্ষ্যে আওয়ামী লীগের প্রতিটি উপজেলা কমিটি স্ব স্ব উপজেলায় সভা আহ্বান করে কৃষক, শ্রমিক, স্থানীয় ক্ষুদ্র ব্যবসায়ী, শ্রমজীবী মানুষসহ সমাজের নিম্নআয়ের মানুষের প্রতিনিধিদের সঙ্গে আলোচনা করে  আগামী জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আওয়ামী লীগের কাছে তাদের প্রত্যাশা কী এবং এ লক্ষ্যে ইশতেহারে কোন কোন বিষয় অন্তর্ভুক্ত করা যায় বলে তারা মনে করেন, এ সম্পর্কিত প্রতিবেদন আগামী ২ নভেম্বরের মধ্যে ইশতেহার প্রণয়ন উপকমিটির কাছে পাঠানোর জন্য অনুরোধ করা যাচ্ছে।’

নেত্রকোণা জেলার খালিয়াজুরী উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট অজিত বরণ সরকার এবং ঝিনাইদহ জেলার শৈলকুপা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান আব্দুল হাকিম আওয়ামী লীগের ইশতেহার প্রণয়ন কমিটির চিঠি প্রসঙ্গে বলেন, আওয়ামী লীগ গণমুখী রাজনৈতিক দল বলেই তৃণমূলের সাধারণ মানুষের মতামত ইশতেহারে অন্তর্ভুক্ত করতে চায়। 

নেতৃবৃন্দ বলেন, আমরা বিভিন্ন শ্রেণিপেশার সাধারণ মানুষের মতামত সংবলিত প্রতিবেদন কেন্দ্রে পাঠাবো। 

মতামত পাঠানোর ঠিকানা: সদস্য সচিব, নির্বাচনী ইশতেহার প্রণয়ন উপকমিটি, বাংলাদেশ আওয়ামী লীগ, বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতির রাজনৈতিক কার্যালয়, বাড়ি: ৫৩, সড়ক ৩/এ, ধানমন্ডি আ/এ, ঢাকা। ইমেইল: albidatabase@gmail.com 

বাবু/এমএ
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত