আফগানিস্তানের বিপক্ষে জয় দিয়ে বিশ্বকাপ শুরু হলেও বাংলাদেশ ধাক্কা খেয়েছে ইংল্যান্ড ও নিউজিল্যান্ডের বিপক্ষে। এবার স্বাগতিক ভারতের বিপক্ষে মাঠে নামার মিশন। কিন্তু গুরুত্বপূর্ণ এই ম্যাচটিতে দলের বড় তারকা ও অধিনায়ক সাকিব আল হাসানকে নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা। তবে সেই অনিশ্চয়তার বার্তা উড়িয়ে দিয়ে মাঠে নামতে চান বাংলাদেশের অধিনায়ক।
সোমবার (১৬ অক্টোবর) বাংলাদেশ ক্রিকেট দলের পক্ষ থেকে টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন সাকিবের বিষয়ে কথা বলেন। সে সময়ে তিনি বলেন, 'বাংলাদেশের ব্যাটিং নিয়ে সাকিব খুব চিন্তিত। তার ব্যথা অনেকটাই কমে এসেছে। আগামীকাল অনুশীলনেও নামার জন্য প্রস্তুত সাকিব। সে খেলতে চাচ্ছে।'
এর আগে নিউজিল্যান্ডের বিপক্ষে হারের দিনে চোটে পড়েন সাকিব। তাতে ম্যাচ শেষ হওয়ার আগেই তাকে মাঠ ছাড়তে হয়। সে সময়ে টিভি স্ক্রিনে দেখেই বোঝা যাচ্ছিল, খানিকটা অস্বস্তিতে ভুগছেন বিশ্বসেরা অলরাউন্ডার। ম্যাচ শেষে তাকে নেয়া হয়েছিল হাসপাতালে।
নিউজিল্যান্ডের বিপক্ষে বিশ্বকাপের তৃতীয় ম্যাচে ৮ উইকেটে হেরেছে বাংলাদেশ। দল হারলেও ম্যাচটিতে ব্যাট এবং বল হাতে ভালোই লড়াই করেছেন সাকিব। ব্যথা নিয়িও বোলিং করে ১০ ওভারে ১ উইকেট নিয়ে ৫৪ রান দেন তিনি। বিশ্বকাপে সব মিলিয়ে ৩২ ম্যাচে তার শিকার ৩৯ উইকেট।
এছাড়া ব্যাট হাতে এর আগে ৪০ রান করে আউট হন সাকিব। এ ইনিংসের পর বিশ্বকাপে সর্বোচ্চ রানের হিসাবে ষষ্ঠ স্থানে উঠে এসেছেন বাংলাদেশি এই অলরাউন্ডার। ১ হাজার ২০১ রান করে তিনি পেছনে ফেলেছেন সনাৎ জয়াসুরিয়া, বিরাট কোহলি ও ক্রিস গেইলকে। বিশ্বকাপে জয়াসুরিয়ার ১ হাজার ১৬৫, কোহলির ১ হাজার ১৭০ ও গেইলের রান ১ হাজার ১৮৬।
বাবু/এ.এস