মঙ্গলবার ২২ এপ্রিল ২০২৫ ৯ বৈশাখ ১৪৩২
মঙ্গলবার ২২ এপ্রিল ২০২৫
রাজবাড়ীতে মদ সহ স্ত্রী গ্রেফতার, স্বামী পলাতক
মো.কবির হোসেন, রাজবাড়ী
প্রকাশ: সোমবার, ১৬ অক্টোবর, ২০২৩, ৫:০২ PM
রাজবাড়ী জেলা গোয়েন্দা শাখা (ডিবি)'র অভিযানে ১৬ বোতল দেশীয় তৈরী মদ সহ আমেনা খাতুন (৩০) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। 

গ্রেফতার আমেনা খাতুন পাবনা জেলার বেড়া থানার রামকেষ্টপুর গ্রামের আফতাব মন্ডলের মেয়ে। সে তার স্বামী রেজাউলের সাথে ফরিদপুরের কোতোয়ালী থানার মঙ্গলডাঙ্গী গ্রামে বসবাস করে। 

রাজবাড়ী ডিবির ওসি মোঃ মনিরুজ্জামান খান জানান, ‘গোপন সংবাদের ভিত্তিতে ১৫ই অক্টোবর রাত সোয়া ৯টায় সদর থানাধীন চরলক্ষীপুর এলাকার মোঃ ইব্রাহিম প্রামাণিকের ছেলে শাহিন প্রামাণিকের উঠান থেকে আমেনা খাতুন কে গ্রেফতার করা হয়েছে। 

তিনি আরোও জানান, আমাদের কাছে খবর ছিলো যে, আমেনা ও তার স্বামী রেজাউল ফরিদপুর থেকে মদ নিয়ে শাহিনদের বাড়ীতে যাবে। এ তথ্যের ভিত্তিতে শাহিনদের বাড়ীতে গিয়ে উঠান থেকে আমেনার হাতে থাকা ব্যাগের ভিতর থেকে ৬ বোতল ও শাহিনের ঘরের ভেতর থেকে ১০ বোতল মদ উদ্ধার করি। আমাদের উপস্থিতি টের পেয়ে আমেনার স্বামী রেজাউল ও শাহিন ঘরের পেছনের দরজা দিয়ে পালিয়ে যায়। এরা মূলত শাহিনকে মাদক সাপ্লাই দিতো। এ ঘটনায় তিনজনকে আসামী করে মামলা দায়ের করা হয়েছে বলেও জানান ডিবির ওসি।
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত