নীলফামারীর ডিমলা ভারতীয় গরুসহ দুই জনকে গ্রেফতার করেছেন ডিমলা থানা পুলিশ। রবিবার (১৫ অক্টোবর) রাতে অভিযান পরিচালনা করে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন, উপজেলার দক্ষিণ বালাপাড়া গ্রামের মোকছেদ আলীর পুত্র মো. শফিউল আলম (৩৮), শোভানগঞ্জ বালাপাড়া গ্রামের মো. দীন মামুদের পুত্র মো. সাইদুল ইসলাম (৪২)।
থানা পুলিশ সূত্রে জানা যায়, ভারত সীমান্ত দিয়ে চোরাচালানের মাধ্যমে শুল্ক ফাঁকি দিয়ে গরু চোরাচালান হচ্ছে। সংবাদ পেয়ে ওসি লাইছুর রহমানের নেতৃত্বে ডিমলা থানা পুলিশের একটি চৌকস দল ঘটনাস্থলে পৌছে অভিযান পরিচালনা করে পশ্চিম ছাতনাই গ্রামের মো. আফসার হাজীর বাড়ির পার্শ্ববর্তী স্থান থেকে ২টি গরু সহ তাদেরকে গ্রেফতার করা হয়।
এ বিষয় ডিমলা থানার ওসি মো. লাইছুর রহমান বলেন গ্রেফতারকৃতদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনের একটি মামলা করা হয়। যার মামলা নং- ০৮, তারিখ- ১৬ অক্টোবর ২০২৩।