মঙ্গলবার ২২ এপ্রিল ২০২৫ ৯ বৈশাখ ১৪৩২
মঙ্গলবার ২২ এপ্রিল ২০২৫
নড়াইলের ডেঙ্গুতে গৃহবধূর মৃত্যু
নড়াইল প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১৬ অক্টোবর, ২০২৩, ৬:২৩ PM
নড়াইলের লোহাগড়ায় ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে লিজা বেগম (২৫) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। সোমবার (১৬ অক্টোবর) চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। বিষয়টি নিশ্চিত করেছেন লোহাগড়া হাসপাতালের আর এম ও ডাঃ আব্দুলাহ-আল-মামুন।

পরিবার সুত্রে জানা গেছে, উপজেলার কাশিপুর ইউনিয়নের পদ্মবিলা গ্রামের আজিজুর শেখের স্ত্রী লিজা বেগম গত শনিবার রাতে প্রচন্ড জ্বরে আক্রান্ত হয়। বাড়িতে প্রাথমিক চিকিৎসা নেওয়ার পর,ওই গৃহবধূর অবস্থার অবনতি হলে পরিবারের লোকজন রবিবার রাতে লোহাগড়া হাসপাতালে ভর্তি করে। 

এরপর সোমবার সকালে কর্তব্যরত চিকিৎসক তার ডেঙ্গু পরীক্ষা করার পর ডেঙ্গু পজেটিভ আসে। এক পর্যায়ে তার অবস্থার অবনতি হওয়ায় সোমবার সকাল সাড়ে ১১টার দিকে লিজা বেগমের মৃত্যু হয়।

এ ব্যাপারে লোহাগড়া হাসপাতালের আর এম ও ডাঃ আব্দুল আল মামুন বলেন, ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে লিজা বেগমের মৃত্যু হয়েছে। 

লিজা বেগম উপজেলার নোয়াপাড়া গ্রামের নুর ইসলাম শেখের মেয়ে দুই সন্তানের জননী। এবং পদ্মবিলা গ্রামের আজিজুর শেখের স্ত্রী।
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত