মঙ্গলবার ২২ এপ্রিল ২০২৫ ৯ বৈশাখ ১৪৩২
মঙ্গলবার ২২ এপ্রিল ২০২৫
সিংগাইরে জৈব কৃষি চর্চায় খাদ্যমান উন্নয়নের প্রত্যয়
সিংগাইর (মানিকগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১৬ অক্টোবর, ২০২৩, ৭:৩১ PM
সিংগাইরে "খাদ্যমান জীবন বাঁচায়" এই প্রতিপাদ্যকে সামনে রেখে বেসরকারি উন্নয়ন সংস্থা বারসিক ও স্বরুপপুর এগ্রোইকোলজি লার্নিং সেন্টার এর যৌথ আয়োজনে সংগঠনের কার্যালয়ে সকাল থেকে দুপুর পর্যন্ত বিশ্ব খাদ্য দিবস উদযাপন উপলক্ষে বৈচিত্রময় খাদ্য প্রদর্শনী ও জলবায়ু সহনশীল কৃষি ব্যাবস্থার দাবিতে খাদ্য সমাচার অনুষ্ঠিত হয়।
 
আলোচনা সভায় সংগঠনের সভাপতি মিতু সরকারের সভাপতিত্বে ও বারসিক কর্মসূচি সমন্বয়কারী মাসুদুর রহমানের সঞ্চালনায় সূচনা বক্তব্য রাখেন বারসিক সিংগাইর এলাকা সমন্বয়কারী শিমুল কুমার বিশ্বাস। 

আলোচনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিংগাইর উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো.হাবিবুল বাশার চৌধুরী, উপসহকারী কৃষি কর্মকর্তা মো.আহসান হাবিব, বারসিক প্রকল্প কর্মকর্তা মো. নজরুল ইসলাম, প্রকল্প সহায়ক অনন্যা আক্তার প্রমুখ। 

প্রধান অতিথি বলেন, আমরা আজ খাদ্যেস্বয়ংসম্পূর্ণ সরকার খাদ্য নিরাপত্তা নিশ্চিতে বদ্ধপরিকর কিন্তু নিরাপদ খাদ্য উৎপাদনে গ্রামীণ নারীদের আরও সোচ্চার ভূমিকা চাই। বেশি করে তেলবীজ সরিষা আবাদ করতে হবে। বিদেশ থেকে সয়াবিন তেলের আমদানি কমাতে হবে। উঠানের সকল প্রকার কৃষি কাজে জৈব বালাইনাশক ব্যবহার বৃদ্ধি করতে হবে।

বক্তরা আরও বলেন, জলবায়ু পরিবর্তন মোকাবিলায় জলবায়ু সহনশীল শস্য উৎপাদন বৃদ্ধিসহ খাদ্য মান নিশ্চিতে সবাইকে একযোগে কাজ করতে হবে। 
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত