মঙ্গলবার ২২ এপ্রিল ২০২৫ ৯ বৈশাখ ১৪৩২
মঙ্গলবার ২২ এপ্রিল ২০২৫
শুভাঢ্যা খালের পুনঃখনন কাজের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
সোহাগ খান, কেরানীগঞ্জ (ঢাকা)
প্রকাশ: সোমবার, ১৬ অক্টোবর, ২০২৩, ৮:৩৪ PM
বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঢাকার কেরানীগঞ্জে শুভাঢ্যা খালের পুনঃ-খনন কাজের উদ্বোধন করেছেন। 

সোমবার সকাল ১১টায় গনভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী এই খনন কাজের শুভ উদ্বোধন ঘোষণা করেন। 
এ সময় কেরানীগঞ্জ প্রান্তে প্রধানমন্ত্রীর পক্ষে নামফলক উন্মোচন করেন স্থানীয় সংসদ বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু।পানি উন্নয়ন বোর্ডে কর্তৃক প্রায় ১৭শ কোটি টাকার প্রকল্পের প্রথম ধাপে প্রায় ৩১৭ কোটি টাকা ব্যয়ে ১৪ কিলোমিটার খালের দুই পাড়ের অবৈধ স্থাপনা উচ্ছেদ, খাল পুনঃ খনন ও ওয়াকওয়ে নির্মাণ করা হবে।

খাল খনন কাজের উদ্বোধন উপলক্ষে বুড়িগঙ্গা নদীর পাড়ে শুভাঢ্যা তেলঘাট এলাকায় এক সুধী সমাবেশের আয়োজন করা হয়। 

কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ফয়সল বিন করিমের সভাপতিত্বে  সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু। 
এ সময় মন্ত্রী তার বক্তব্যে অভিযোগ করে বলেন, বিএনপি-জামাত জোট শুভাঢ্যা খালের উপর জোড়পূর্বক মার্কেট নির্মাণসহ অনেক জায়গা দখল করে ফেলেছে। দখলদার মুক্ত করে খালের নাব্যতা ফিরিয়ে বুড়িগঙ্গা থেকে ধলেশ্বরী পর্যন্ত নৌপথ উন্মুক্ত করার পরিকল্পনা রয়েছে। নদীপথে চলাচল শুরু হলে রাস্তার চাপ অনেক অংশে কমে যাবে। মাওয়া রাস্তার বিকল্প হিসেবে যাতে মানুষ এই খাল দিয়ে চলাচল করতে পারে এবং সদরঘাটের খুব সহজেই আসতে পারে সেই লক্ষ্যে আমরা কাজ করছি। জনগণের কল্যাণই এ প্রকল্পের মুল উদ্দেশ্যে।তিনি আরো জানান, এখন প্রথম ধাপের কাজ শুরু হচ্ছে। পুরো প্রকল্প শেষ হতে তিন থেকে চার বছর সময় লাগতে পারে। এদিন ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী সারাদেশে ৮০টি প্রকল্পের মাধ্যমে মোট ৪৩০টি নদী খাল ও জলাশয় খনন কাজের উদ্বোধন করেন।
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত