মঙ্গলবার ২২ এপ্রিল ২০২৫ ৯ বৈশাখ ১৪৩২
মঙ্গলবার ২২ এপ্রিল ২০২৫
বরিশালে সড়ক অবরোধ করে ছাত্রাবাস নির্মাণের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ
জিহাদ রানা, বরিশাল
প্রকাশ: মঙ্গলবার, ১৭ অক্টোবর, ২০২৩, ৩:৫৯ PM
বরিশাল সরকারি ব্রজমোহন (বিএম) কলেজের মহাত্মা অশ্বিনী কুমার ছাত্রাবাসের আধুনিক ভবন নির্মাণ, পুরোনো ভবন সংস্কারসহ বিভিন্ন সংকট নিরসনের দাবিতে বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা। মঙ্গলবার (১৭ আগস্ট) বেলা ১১টার দিকে কলেজ ক্যাম্পাস থেকে মিছিল বের করে কলেজের সামনে সড়ক অবরোধ করেন তারা।

শিক্ষার্থীরা জানান, অশ্বিনী কুমার ছাত্রাবাসে চারটি ভবন রয়েছে। এর মধ্যে দুটিই বসবাসের অনুপযোগী হয়ে পড়েছে। প্রায়ই জরাজীর্ণ এসব ভবনের পলেস্তারা খসে পড়ে শিক্ষার্থীরা আহত হচ্ছেন। সম্প্রতি ছাদের পলেস্তারা খসে পড়ায় আন্দোলনে নেমেছেন তারা। কলেজ প্রশাসন এ বিষয়ে ব্যবস্থা না নেওয়া পর্যন্ত আন্দোলন চলবে বলে ঘোষণা দেন তারা।

এদিকে নগরীর বিএম কলেজ সড়ক অবরোধ করায় বিপাকে পড়েন নথুল্লাবাদ থেকে সদর রোড ও লঞ্চঘাটে যাতায়াতকারী যাত্রীরা। যাতায়াতের জন্য বিকল্প রাস্তা ব্যবহার করতে হচ্ছে তাদের।
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত