বুধবার ২৩ এপ্রিল ২০২৫ ১০ বৈশাখ ১৪৩২
বুধবার ২৩ এপ্রিল ২০২৫
খাগড়াছড়িতে বাস উল্টে আহত ৩০
খাগড়াছড়ি প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১৭ অক্টোবর, ২০২৩, ৫:১৫ PM
খাগড়াছড়ি পার্বত্য জেলায় ফের দু'দিনের মাথায় শান্তি পরিবহনের আরেকটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গিয়ে অন্তত ৩০ যাত্রী আহত হয়েছেন।

মঙ্গলবার (১৭ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় খাগড়াছড়ি-রামগড় সড়কের ১১মাইল মাহমুদ নগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

দুর্ঘটনায় আহত যাত্রীরা জানায়, সকালে খাগড়াছড়ির পানছড়ি উপজেলা থেকে শান্তি পরিবহনের (ঢাকা মেট্রো ১৪-১০৪৪-ব) যাত্রীবাহী বাসটি কুমিল্লার উদ্দেশ্যে রওনা দেয়। পথিমধ্যে খাগড়াছড়ি-রামগড় সড়কের ১১মাইল এলাকায় মোড়ে চালক নিয়ন্ত্রণ হারালে বাসটি উল্টে দুর্ঘটনা ঘটে। বাসের সকল যাত্রী আহত হয়।

খবর পেয়ে তাৎক্ষনিক রামগড় থানা পুলিশ ও স্থানীয়দের সহযোগিতায় গুরুতর আহত অবস্থায় যাত্রীদেরকে গুইমারা বিজিবি হাসপাতাল, মাটিরাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও রামগড় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মো. মিজানুর রহমান জানান, দুর্ঘটনার খবর পেয়ে রামগড় থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহত যাত্রীদের উদ্ধার করে এবং যান চলাচল স্বাভাবিক করার জন্য বাসটি রাস্তার পাশে সরিয়ে নেয়া হয়েছে।

বাবু/এমএ
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত