বুধবার ২৩ এপ্রিল ২০২৫ ১০ বৈশাখ ১৪৩২
বুধবার ২৩ এপ্রিল ২০২৫
তারেক নিজের মাকেই দেখতে আসেনা, ১৭ কোটি মানুষকে কিভাবে দেখবে: হুইপ ইকবালুর রহিম
দিনাজপুর প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১৭ অক্টোবর, ২০২৩, ৫:২৯ PM
জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি শেখ হাসিনা পঞ্চমবারের মত প্রধানমন্ত্রী হবেন তা উল্লেখ করে বলেন, আসন্ন দ্বাদশ সংসদকে নির্বাচনকে কেন্দ্র করে ফখরুল সাহেবরা তত্ত্বাবধায়ক সরকার দাবী করছেন। অথচ আমেরিকাসহ ইউরোপীয় দেশগুলি কোনদিন তত্ত্বাবধায়ক সরকারের কথা বলেননি। 

মঙ্গলবার দিনাজপুর জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে দিনাজপুর সদর উপজেলা প্রশাসনের আয়োজনে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের আওতাধীন গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণ (টিআর) কর্মসুচী চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি এ কথা বলেন। 

তিনি তারেক জিয়ার কথা উল্লেখ করে বলেন, তার মা খালেদা জিয়া চরম অসুস্থার মধ্যে দিন অতিবাহিত করছে। তিনি মাকে দেখতে আসেননি, যার মায়ের প্রতি কোন দরদ নাই, এমনকি তার ভাই আরাফাত রহমান কোকোর মৃত দেহ দেখতে আসেননি। তাহলে তিনি কিভাবে বাংলাদেশের ১৭ কোটি মানুষদের দেখবেন। হাওয়া ভবন থেকে শেখ হাসিনাকে ১৯ বার হত্যা করার চেষ্টা করা হয়েছিল। কিন্তু পারে নি। সেই খোয়াব এখনো তারা দেখছে। এ খোয়াপ কোন দিন পুরণ হবে না। 

তিনি হিন্দু-মুসলিমদের মিলনমেলার কথা উল্লেখ করে বলেন, আজ মুসলিমদের মসজিদ মাদ্রাসার উন্ননে এবং হিন্দু সম্প্রদায়ের আসন্ন দুর্গাপুজা উপলক্ষে চেক বিতরন করা হবে। এটাই হলো বাংলাদেশ। যে দেশে হিন্দু, মুসলিম, খ্রীষ্টান সকলেই সমান। এখানে কোন ভেদাভেদ নেই। 

দিনাজপুর ঐতিহাসিক গোর শহিদ বড় ময়দান ও কাহারোলের কান্তজিউ মন্দিরের কথা উল্লেখ করে তিনি বলেন, উভয় মুসলিম ও হিন্দুদের এই স্থান দুটি মুসলিম-হিন্দু মিস্ত্রী দারা নির্মাণ করা হয়েছে। এসব ধর্মীয় স্থানকে যারা মেনে চলেন তারা কোন দিন কোরআন শরিফে আগুন দিতে পারেন না। হিন্দু সম্প্রদায়ের মন্দির ও বাড়ীতের আগুন দিতে পারে না । যারা ধর্ম মানেন না সেই সব অপশক্তি আবারও মাঠে নেমেছে। তত্তাবধায়ক সরকারের ধোয়া তুলে এ দেশকে আবার পাকিস্তান বানানোর চেষ্টা করছে। এই সব অপশক্তির বিরুদ্ধে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে। 
 
১৬৩টি প্রতিষ্ঠানে (টিআর) কর্মসুচীর চেক বিতরণ ও ১৬৩টি দুর্গা মন্ডপে জিআর খাদ্য শস্য (চাল) বিতরন করা হয়। মোট ১ কোটি ১৪ লাখ ৮৩ হাজার ৩৩৩ টাকা বিতরণ করা হয়। 
দিনাজপুর সদর উপজেলা নির্বাহী অফিসার মো. রমিজ আলমের সভাপতিত্বে বক্তব্য রাখেন বাংলাদেশের সরকারের উপ-সচিব মোরারজি দেশাই বর্মন, দিনাজপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. ইমদাদ সরকার, ভাইস চেয়ারম্যান রবিউল ইসলাম সোহাগ, দিনাজপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি চিত্ত ঘোষ, দিনাজপুর জেলা পুজা উদযাপন পরিষদের সাধারন সম্পাদক উত্তম কুমার রায়, হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদের সভাপতি সুনিল চক্রবর্তী, সাধারণ সম্পাদক রতন সিং, দিনাজপুর কোতয়ালী থানার অফিসার ইনচার্জ মো. ফরিদ হোসেন, পৌর আওয়ামীলীগের সভাপতি এ্যাড. শামীম আলম সরকার বাবু, সাধারন সম্পাদক এনাম উল্ল্যাহ জ্যামী, সদর উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মো. মমিনুল ইসলাম, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সদর উপজেলা শাখার সাধারণ সম্পাদক শ্রী দূর্জয় দাস তিতুন। অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. জসিম উদ্দিন।




« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত