বুধবার ২৩ এপ্রিল ২০২৫ ১০ বৈশাখ ১৪৩২
বুধবার ২৩ এপ্রিল ২০২৫
২৮ অক্টোবর মহাসমাবেশ ঘোষণা বিএনপির
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ১৮ অক্টোবর, ২০২৩, ৫:২৩ PM আপডেট: ১৮.১০.২০২৩ ৬:৪০ PM
সরকার পতনের এক দফা দাবি আদায়ে আগামী ২৮ অক্টোবর মহাসমাবেশের ঘোষণা দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদ দল (বিএনপি)। এরপর সরকার দাবি না মানলে ‘মহাযাত্রা’র কর্মসূচিতে যাবে দলটি।

বুধবার (১৮ অক্টোবর) রাজধানীর নয়া পল্টনে দলীয় কার্যালয়ের সামনে ঢাকা মহানগর (উত্তর-দক্ষিণ) বিএনপি আয়োজিত সরকার পতনের এক দফা দাবির জনসমাবেশে থেকে দলের মহাসচিব বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই কর্মসূচির ঘোষণা দেন।

মির্জা ফখরুল বলেন, এক দফা দাবি আদায়ে আংশিক কর্মসূচির হিসেবে আগামী ২৮ তারিখ শনিবার মহাসমাবেশ করবো। এরপর আমাদের মহাযাত্রা শুরু হবে। সরকারের পদত্যাগ না ঘটিয়ে আমরা আর বাড়ি ফিরে যাবো না। এটি যুগপৎ আন্দোলনের কর্মসূচি।

আওয়ামী লীগ নেতাদের উদ্দেশে বিএনপির মহাসচিব বলেন, পুজার ছুটিতে সিদ্ধান্ত নেন। সসম্মানে পদত্যাগ করবেন, নাকি জনগণ দ্বারা বিতাড়িত হবেন।

তিনি বলেন, এই জনসমাবেশের থেকে ঘোষণা নিয়ে যান আপনারা (আওয়ামী লীগ) আর নাই। তাই মানে মানে কেটে পড়ুন।

সরকারের পদত্যাগের এক দফা দাবি আদায়ে বুধবার (১৮ অক্টোবর) দুপুর ২টার দিকে নয়াপল্টনে এ সমাবেশ শুরু হয়। এর আয়োজন করে ঢাকা মহানগর (উত্তর ও দক্ষিণ) বিএনপি। বিএনপি ও এর বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা সেখানে যোগ দেন।

সকাল থেকেই নয়া পল্টন থেকে কাকরাইল মোড় পর্যন্ত রাস্তার উভয়পাশে নেতাকর্মীরা বিভিন্ন ব্যানার-ফেস্টুনসহ অবস্থান নেন এবং বিভিন্ন স্লোগান দিতে থাকেন। এদিকে বিএনপির সমাবেশকে কেন্দ্র করে নয়াপল্টন এলাকায় পুলিশের ব্যাপক উপস্থিতি দেখা যায়।

বাবু/এমএ
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  বিএনপি   মহাসমাবেশ   







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত