নীলফামারীর ডোমার বালিকা বিদ্যা নিকেতন উচ্চ বিদ্যালয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের জন্মদিন উপলক্ষে আনন্দ র্যালি, চিত্রাংকন প্রতিযোগীতা, দোয়া মাহফিল ও কবিতা পাঠের আয়োজন করা হয়েছে।
বুধবার (১৮ অক্টোবর) সকাল ১১ টায় শেখ রাসেলের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক ওমর ফারুকসহ শিক্ষকগন। এরপর বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে এক আনন্দ র্যালী শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বিদ্যালয় হলরুমে আলোচনা সভায় মিলিত হয়।
প্রধান শিক্ষক ওমর ফারুকের সভাপতিত্বে আলোচনা সভায় অভিভাবক সদস্য, শিক্ষার্থী ও শিক্ষকরা বক্তব্য রাখেন।
শেষে চিত্রাংকন প্রতিযোগীতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।