বুধবার ২৩ এপ্রিল ২০২৫ ১০ বৈশাখ ১৪৩২
বুধবার ২৩ এপ্রিল ২০২৫
ভিয়েতনাম ও থাইল্যান্ড সফরের আমন্ত্রণ গ্রহণ করলেন পুতিন
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বুধবার, ১৮ অক্টোবর, ২০২৩, ৬:৪৭ PM
বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ সম্মেলনে যোগ দিতে বেইজিংয়ে রয়েছেন পুতিন। সম্মেলনের ফাঁকে ‍থাইল্যান্ড ও ভিয়েতনামের নেতাদের সঙ্গে বৈঠক করেছেন পুতিন। এ সময় তিনি তাদের দেশ সফরের আমন্ত্রণ গ্রহণ করেছেন বলে জানিয়েছে বিবিসি।

সোভিয়েত ইউনিয়নের সময় থেকেই ভিয়েতনাম রাশিয়ার সঙ্গে সুসম্পর্ক বজায় রেখেছে। এমনকি তাদের সবচেয়েস বড় অস্ত্র রপ্তানিকারক মস্কো। দেশটির প্রেসিডেন্ট ভো ভ্যান থুং বলেছেন, পুতিন তার আমন্ত্রণ ‘খুশির সঙ্গে’ গ্রহণ করেছেন এবং শীঘ্রই ভিয়েতনাম সফর করবেন।

এদিকে থাই প্রধানমন্ত্রী স্রেথা থাভিসিন বলেছেন, ‘প্রেসিডেন্ট পুতিন ফুকেট (জনপ্রিয় রিসোর্ট দ্বীপ) পছন্দ করেন, আমি বুঝি তিনি প্রায়ই ভ্রমণ করেন।’

ওই সফরগুলোর জন্য কোনো তারিখ নির্ধারণ করা হয়নি। ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের ফলে পুতিন খুব কম জায়গায়ই সফর করতে পারবেন। কারণ আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) এই বছরের শুরুতে হাজার হাজার ইউক্রেনীয় শিশুকে রাশিয়ায় নির্বাসনের অভিযোগে পুতিনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে।

থাইল্যান্ড বা ভিয়েতনাম উভয়ই আইসিসি রোম সংবিধিতে রাষ্ট্রীয় পক্ষ নয়।
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত