কক্সবাজারের উখিয়ার জালিয়া পালং ইউনিয়নের মেরিন ড্রাইভ সড়কের শফির বিল প্রাথমিক বিদ্যালয়ের দক্ষিণে রাস্তার পূর্ব পাশে একটি অজ্ঞাত লাশ উদ্ধার করেন উখিয়া থানা পুলিশ।
বুধবার (১৮ অক্টোবর) সকালে স্থানীয় লোকজন রাস্তার পাশে ঝোপের ভিতর তার লাশ দেখতে পেয়ে গ্রাম পুলিশকে জানান স্থানীয়রা। পরে উখিয়া থানা ডিউটি অফিসার কে অবহিত করলে এস আই তৌহিদ সংগীয় ফোর্সসহ ঘটনাস্থলে পৌছে পরে অজ্ঞাত লাশ টি উদ্ধার করে ময়না তদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করেন।
স্থানীয়রা জানান, বুধবার সকালে রক্তাক্ত ও বিভিন্ন আঘাত অবস্থায় মৃত দেখতে পেয়ে আমরা গ্রাম পুলিশকে অবগত করলে উখিয়া থানার ফোর্সসহ এসে লাশটিকে উদ্ধার করেন।
এ বিষয়ে উখিয়া থানার অফিসার ইনচার্জ শেখ মোহাম্মদ আলী জানান, একটি অজ্ঞাত লাশের খবর পেয়ে ফোর্সসহ ঘটনাস্থলে পৌছে পরে অজ্ঞাত লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করা হয়।