সোমবার ২১ এপ্রিল ২০২৫ ৮ বৈশাখ ১৪৩২
সোমবার ২১ এপ্রিল ২০২৫
শেখ রাসেলকে নিয়ে মিশরীয় লেখক আরিশির উপন্যাস
‘সেদিন তারা চাঁদ হত্যা করেছিল’
চর্যালিপি ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৯ অক্টোবর, ২০২৩, ৬:২৭ PM
১৯৭৫ সালের ১৫ আগস্ট বর্বরোচিত হত্যাকাণ্ডের শিকার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলকে নিয়ে লেখা মিশরীয় লেখক মোহসেন আল আরিশির উপন্যাসের মোড়ক উন্মোচন করা হয়েছে। আরবি ভাষায় আরিশির লেখা উপন্যাসটি এরইমধ্যে বাংলায় অনুবাদও হয়েছে। এর নাম দেওয়া হয়েছে- ‘সেদিন তারা চাঁদ হত্যা করেছিল’।

গত বুধবার (১৮ অক্টোবর) সন্ধ্যায় শহীদ শেখ রাসেলের জন্মদিন উপলক্ষে জাতীয় জাদুঘরে উপন্যাসটির মোড়ক উন্মোচন করা হয়। এতে খোদ উপন্যাসের লেখক মোহসেন আল আরিশিও উপস্থিত ছিলেন।

এর আগে মিশরীয় এই লেখকের উপন্যাসটি গত জুলাইয়ে প্রথম প্রকাশিত হয় দেশটির কায়রোতে। এবার উপন্যাসটির বাংলায় অনুবাদ আকারে প্রকাশিত হলো ঢাকায়। যা প্রকাশ করছে দেশের অন্যতম প্রকাশনী অনিন্দ্য প্রকাশ। এটি উৎসর্গ করা হয়েছে বাংলাদেশের জনগণকে।

মোড়ক উন্মোচন অনুষ্ঠানে বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) চেয়ারম্যান মো. সোহরাব হোসাইন বলেন, বিশ্বের অনেক শক্তিশালী দেশ বাংলাদেশের স্বাধীনতার বিরোধিতা করেছিল। কিন্তু তার মধ্যেও বাংলার মানুষ বঙ্গবন্ধুর নেতৃত্বে মুক্তিযুদ্ধের মধ্যদিয়ে দেশ স্বাধীন করতে সক্ষম হয়। পরবর্তীতে বিধ্বস্ত একটি দেশকে যখন বঙ্গবন্ধু ঘুরে দাঁড় করাতে চেষ্টা করেছিলেন, তখন আন্তর্জাতিক শক্তি বঙ্গবন্ধুর আদর্শ ধ্বংস করে দেওয়ার ষড়যন্ত্র করে। যার ফলশ্রুতিতে ১৫ আগস্টের কালরাতের বেদনাদায়ক ঘটনা ঘটিয়ে ঘাতকরা বাঙালি জাতির কপাল কালিমা লেপন করে।


উপন্যাসটিতে বঙ্গবন্ধুর বাল্যকালসহ ব্রিটিশবিরোধী আন্দোলনের সময়কাল যেমন বর্ণিত হয়েছে, তেমনি ১৯৭৫ সালের ১৫ আগস্টের কালরাতের বর্বরোচিত হত্যাকাণ্ডের কথাও তুলে ধরা হয়েছে। বিশেষ করে শিশু হত্যার প্রসঙ্গ নিয়ে বলতে গিয়ে লেখক পবিত্র কোরআনের বিভিন্ন আয়াত তুলে ধরেছেন।

ছোট্ট শেখ রাসেলের হত্যার ঘটনা দিয়ে শিশুদের ওপর নির্মমতার উদাহরণ দাঁড় করিয়েছেন। মৃত্যুর আগে শিশুর কষ্টকে লেখক যেভাবে লেখনির মাধ্যমে তুলে ধরেছেন তা বিবেকবানদের মনে নাড়া দেবে। অন্যদিকে, বঙ্গবন্ধুসহ পরিবারের সদস্যদের হত্যার পর তার দুই মেয়ে শেখ হাসিনা ও শেখ রেহানার দেশে ফেরার ঘটনাও তুলে ধরা হয়েছে উপন্যাসটিতে। বিশেষ করে শেখ হাসিনার সঙ্গী হিসেবে ছোট বোনকে পাওয়ার ঘটনাও বিষদভাবে তুলে ধরেছেন আরিশি।
মোহসেন আল আরিশি ১৯৫৫ সালের ১৭ মার্চ মিশরের গিজা শহরে জন্মগ্রহণ করেন। তিনি কায়রো বিশ্ববিদ্যালয় থেকে আইনে স্নাতক পাস করেন। পরে শরিয়াহ বিষয়ে স্নাতকোত্তর এবং ভারতের নয়াদিল্লির ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট ফর মাস কমিউনিকেশন থেকে স্নাতকোত্তর ডিপ্লোমা করেন।

পেশাগত জীবনে মোহসেন আল আরিশি একজন সাংবাদিক। তিনি মধ্যপ্রাচ্যের প্রাচীনতম ইংরেজি-ভাষী দৈনিক মিশরীয়-গেজেটের ব্যবস্থাপনা সম্পাদক হিসেবে কাজ করছেন। পাশাপাশি দুই দশকেরও বেশি সময় ধরে মিশরীয় গেজেটে একটি সাপ্তাহিক কলাম লিখছেন এবং বিশ বছর ধরে মিশরীয় সংস্কৃতি মন্ত্রণালয়ের শিল্প প্রকাশনার সম্পাদক ও অনুবাদক ছিলেন। এছাড়াও তিনি টানা দুই বছর মার্কিন যুক্তরাষ্ট্রের একটি প্রকাশনা সংস্থা হার্পার কলিন্সে কাজ করেছেন। সেই সঙ্গে মিশরের প্রাদেশিক সংবাদপত্র আল-খলিফা’র প্রাক্তন বোর্ড চেয়ারম্যান এবং প্রধান সম্পাদক ছাড়াও বাহরাইনে প্রকাশিত ট্যুরিজম ২০০০ ম্যাগাজিনের ব্যবস্থাপনা সম্পাদক ছিলেন।

ইরাকে মার্কিন আগ্রাসন নিয়ে সেরা নিবন্ধ এবং রাজনৈতিক বিশ্লেষণের জন্য লেখক মোহসেন আল আরিশি ২০০৬ সালে মিশরীয় প্রেস সিন্ডিকেটের পুরস্কার জিতেছিলেন।

এর আগেও বাংলাদেশের ইতিহাসের ওপর আরবি ভাষায় তিনি প্রথম বই প্রকাশ করেন হাসিনাহ্ : হাকাইক ওয়া আসার্তি, যার বাংলায় একটি অনূদিত অনুলিপি রয়েছে- ‘শেখ হাসিনা : যে রূপকথা শুধু রূপকথা নয়’। যেটি প্রকাশিত হয় বাংলা একাডেমি থেকে। এছাড়াও তিনি ইংরেজিতে শেখ হাসিনার জীবনের ওপর ‘এপিক নভেল ডিভাইন ডেস্টিনি: দ্য লিজেন্ড অব অ্যা ফাদার, অ্যা ডটার, অ্যান্ড দ্য হলিবন্ড’ নামেও বই লিখেছেন। যা অনিন্দ্য প্রকাশ থেকে প্রকাশিত হয়েছে। বর্তমানে তিনি আরবি ও ইংরেজিতে আরও দুটি উপন্যাস প্রকাশের জন্য প্রস্তুত করছেন বলে জানা গেছে।

প্রসঙ্গত, আরবিতে লেখা উপন্যাসটির বাংলায় অনুবাদ করেছেনÑ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষক অধ্যাপক ড. মো. নজরুল ইসলাম, ইসলামিক ফাউন্ডেশনের গবেষণা বিভাগের উপপরিচালক অধ্যাপক মুহাম্মদ মজিব উল্লাহ ফরহাদ, ডেপুটি পোস্টমাস্টার জেনারেল মোহাম্মদ তরিকুল ইসলাম, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) সিনিয়র সহকারী সচিব মো. জাহাঙ্গীর আলম।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত