সোমবার ২১ এপ্রিল ২০২৫ ৮ বৈশাখ ১৪৩২
সোমবার ২১ এপ্রিল ২০২৫
সমাজসেবক মোহাম্মদ ইমরানের উদ্যোগ
‘মুজিব : একটি জাতির রূপকার’দেখলো অর্ধশতাধিক শিক্ষার্থী
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ: বৃহস্পতিবার, ১৯ অক্টোবর, ২০২৩, ৮:১০ PM
চট্টগ্রামের ইউনাইটেড রেসিডেন্সিয়াল স্কুল এন্ড কলেজ, সি-ভিউ পাবলিক স্কুলের প্রায় অর্ধ শতাধিক ছাত্র-ছাত্রীদের সাথে নিয়ে বঙ্গবন্ধুর আত্মজীবনী মূলক শ্যাম বেনেগালের চলচ্চিত্র ‘মুজিব : একটি জাতির রূপকার’ দেখেন সীতাকুণ্ডের কৃতীসন্তান বিশিষ্ট শিল্পপতি সমাজসেবক ও রাজনীতিবিদ লায়ন আলহাজ্ব মোহাম্মদ ইমরান। 

মঙ্গলবার (১৭ অক্টোবর) নগরীর সিলভার স্ক্রিন সিনেপ্লেক্সে এ আয়োজন করা হয়। এ আয়োজনের উদ্দেশ্য বর্ণনা করে তিনি বলেন, আমাদের আগামী প্রজন্ম যদি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সম্পর্কে সঠিকভাবে জেনেশুনে বড় হয় তাহলেই তাদেরকে দিয়ে জাতির রূপকার বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়া সম্ভব। সত্যিকারের ইতিহাস ও ঐতিহ্য জেনে বেড়ে ওঠা তাদের সাফল্য ও সমৃদ্ধির স্বর্ণালি সোপানে আরোহন করাবে।

এ শো-তে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর যুবলীগ নেতা আবু সুফিয়ান, মোস্তফা আমির, জুনায়েদ হোসেন, স্কুলের অধ্যক্ষ সোহরাব হোসেন, শিক্ষক লুবনা আক্তার, ফাহমিদা আক্তার তানিয়া, হেলেনা হোসেন, শারমিন আক্তার, রুবিনা আক্তার, আসমা বেগম, ফার‍জানা আক্তার, জান্নাতুল ফেরদউস, বিজয় দাশ, মশিউর রহমান, মায়িশা মুশরাত সহ ইউনাইটেড স্কুল এন্ড কলেজের ৫০ জন শিক্ষার্থী ও ১০ জন শিক্ষক শিক্ষিকা।
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত