শহিদ শেখ রাসেল বাংলাদেশের শিশুদের অধিকার, শিশুদের যথাযথ বিকাশ এবং তাদের প্রতি সহিংসতা প্রতিরোধসহ বিভিন্ন পদক্ষেপে চিরায়ত প্রাসঙ্গিক এক নাম। বাংলাদেশ ছাত্রলীগ, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি) শাখা জাতীয় শেখ রাসেল দিবস উপলক্ষ্যে 'শেখ রাসেল: শিশুর গায়ে স্বাধীন রোদের ঝলসে ওঠা তেজ' এই প্রতিপাদ্য নিয়ে শিক্ষার্থীদের নিকট হতে লেখা আহ্বান করছে।
১৭ অক্টোবর (মঙ্গলবার) বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রলীগের সভাপতি জাহিদুর রহমান (নাইম রহমান) ও সাধারণ সম্পাদক জাহিদ হাসান শুভ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানা যায়, লেখা আহবানটি নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) সকল শিক্ষার্থীর জন্য উন্মুক্ত। এছাড়াও শিক্ষার্থীরা তাদের পছন্দমত যেকোন ধরণের লেখা প্রেরণ করতে পারবেন এবং এখানে শব্দসংখ্যা অনির্ধারিত।
শিক্ষার্থীদের পাঠানো লেখাগুলোর মধ্য হতে মূল্যায়ন তালিকার শীর্ষ ১০ জনকে নোবিপ্রবি ছাত্রলীগের পক্ষ থেকে বিশেষভাবে পুরষ্কৃত করা হবে। লেখা জমা দেয়ার শেষ সময় ২৫ অক্টোবর, ২০২৩ এবং শিক্ষার্থীরা bsl.nstu71@gmail.com এই ইমেইলে তাদের লেখা প্রেরণ করতে পারবেন।
বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের আদনান মোহাম্মদ আলী নামের এক শিক্ষার্থী বলেন, প্রকৃতির সান্নিধ্যে বেড়ে উঠা শেখ রাসেল সেই ছোটবেলা থেকেই ছিলেন অত্যন্ত প্রাণোচ্ছল, দীপ্তিময়, নির্ভীক, নির্মল। শিশুদের অধিকার, যথাযথ বিকাশে শেখ রাসেল শিশুদের জন্য এক অনুপ্রেরণার নাম। শেখ রাসেল দিবস উপলক্ষ্য বাংলার ছাত্রসমাজের নির্ভরতার শেষ ঠিকানা বাংলাদেশ ছাত্রলীগ, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখা সৃজনশীল উদ্যোগ নিয়েছে। নোবিপ্রবি ছাত্রলীগের এমন উদ্যোগকে আমি সাধুবাদ জানাই। সৃজনশীল কর্মকান্ডের মাধ্যমে নোবিপ্রবি ছাত্রলীগ সমাধান শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে এগিয়ে যাবে সেই আশাবাদ ব্যক্ত করছি।