মঙ্গলবার ২২ এপ্রিল ২০২৫ ৯ বৈশাখ ১৪৩২
মঙ্গলবার ২২ এপ্রিল ২০২৫
হামাস ও পুতিনের কর্মকাণ্ড একই, বললেন বাইডেন
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ২০ অক্টোবর, ২০২৩, ১০:১৫ AM


হোয়াইট হাউস থেকে জাতির উদ্দেশে দেওয়া এক বিরল ভাষণে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ইসরায়েলে হামাসের কর্মকাণ্ড এবং ইউক্রেনে রুশ কর্মকাণ্ডের মাঝে যোগসূত্র বের করার চেষ্টা করেছেন। তিনি বলেছেন, হামাস এবং পুতিন বিভিন্ন হুমকির প্রতিনিধিত্ব করে, তারা অভিন্ন। তারা উভয়েই প্রতিবেশী গণতন্ত্রকে নিশ্চিহ্ন করতে চায়।

উভয় স্থানে মার্কিন হস্তক্ষেপের ব্যাখ্যা দিয়ে বাইডেন বলেন, আমেরিকান নেতৃত্বই বিশ্বকে একত্রিত করে।


বাইডেন কংগ্রেসের কাছে ১০০ বিলিয়ন মার্কিন ডলারের নতুন অর্থায়ন চাইবেন। এর মধ্যে ইউক্রেনের জন্য ৬০ বিলিয়ন ডলার এবং ইসরায়েলের জন্য ১৪ বিলিয়ন ডলার রয়েছে। এর মধ্যে মানবিক সহায়তার জন্য ১০ বিলিয়ন ডলার, সীমান্ত সুরক্ষার জন্য ১৪ বিলিয়ন ডলার এবং ইন্দো-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের জন্য ৭ বিলিয়ন ডলার অন্তর্ভুক্ত থাকবে বলে জানানো হয়েছে।


বাইডেন বলেন, আমরা যদি ইউক্রেনে ক্ষমতা ও নিয়ন্ত্রণের জন্য 'পুতিনের ক্ষুধা' থামাতে না পারি, তবে তিনি কেবল ইউক্রেনের মধ্যে সীমাবদ্ধ থাকবেন না। আমরা যদি সরে যাই এবং পুতিনকে ইউক্রেনের স্বাধীনতা মুছে ফেলতে দেই, তাহলে বিশ্বজুড়ে আগ্রাসনকারীরা একই চেষ্টা চালাতে উৎসাহিত হবে। সংঘাত ও বিশৃঙ্খলার ঝুঁকি বিশ্বের অন্যান্য অংশে ছড়িয়ে পড়তে পারে- ইন্দো-প্যাসিফিক, বিশেষ করে মধ্যপ্রাচ্যে।


তথ্যসূত্র: আল-জাজিরা, সিএনএন

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  বাইডেন   হামাস   পুতিন  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত