বুধবার ২৩ এপ্রিল ২০২৫ ১০ বৈশাখ ১৪৩২
বুধবার ২৩ এপ্রিল ২০২৫
খুলনায় ডিবির হাতে ভুয়া পুলিশ গ্রেফতার
খুলনা প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ২০ অক্টোবর, ২০২৩, ৬:৩৪ PM আপডেট: ২০.১০.২০২৩ ৬:৪৪ PM
খুলনা জেলার পুলিশ সুপার মোহাম্মদ সাঈদুর রহমান পিপিএম-সেবার সার্বিক দিক-নির্দেশনায় এবং জেলা গোয়েন্দা শাখার ইনচার্জ মোঃ নাসির উদ্দিন এর নেতৃত্বে জেলা গোয়েন্দা পুলিশ বিশেষ অভিযানে রূপসা থানা এলাকা হতে ভূয়া পুলিশ ইন্সপেক্টর অনিল কুমার বিশ্বাস @ অনিক (৪০) গ্রেফতার করেছে।  

সে চুয়াডাঙ্গা জেলার চুয়াডাঙ্গা সদর থানার হিজলগাতি গ্রামের মৃত নবীন কুমার বিশ্বাস এর ছেলে। বর্তমান বাগেরহাট জেলার ফকিরহাট  থানার লকপুর এলাকায় বসবাস করে।

মামলা সূত্রে জানাযায়,এসআই (নিঃ) আল আমিন সঙ্গীয় অফিসার-ফোর্স নিয়ে বিশেষ অভিযান পরিচালনা কালে রূপসা ব্রীজ টোল প্লাজা সংলগ্ন উত্তর পাশের ফুটপথ-এ অবস্থান কালে রাস্তার উপর থেকে গত বৃহস্পতিবার ১৯ অক্টোবর রাত্র ১১.১০ মিনিটের সময় আসামী অনিল কুমার বিশ্বাসকে আটক করা হয়। 

এসময় তাকে তল্লশি করে একটি ফেইক পুলিশ আইডি কার্ড, ফেইক পুলিশ ভিজিটিং কার্ড, একটি vivo Y02A এ্যাড্রয়েড মোবাইল ফোন, বাংলাদেশ পুলিশ বিভাগের সাপ্লাইকৃত একটি পিঠ ব্যাগ,  বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর র্যাং ক-ব্যাজ সম্বলিত মেট্রোপলিটন পুলিশের এক সেট পুলিশ ইউনিফর্ম;  বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর পদমর্যাদার পুলিশ মনোগ্রাম সম্বলিত একটি পি-ক্যাপ।

বাংলাদেশ পুলিশ স্পেশাল ব্রাঞ্চ মনোগ্রাম সম্বলিত গ্রে-কালারের একটি কোটি যাহার সামনে ও পিছনে ইংরেজিতে বড় অক্ষরে SB লেখা আছে,  বাংলাদেশ পুলিশ বিভাগের সাপ্লাইকৃত একজোড়া ক্যানভাস স্যু, এক জোড়া কাল রংয়ের স্যু। 

এছাড়া  বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর পদমর্যদার একটি পুলিশ বেল্ট, পুলিশ ইউনিফর্ম পরা ধৃত আসামীর একটি 3R সাইজের লেমিনিটেড ছবি,  বাংলাদেশ পুলিশ ইউনিফর্ম পরা ধৃত আসামীর একটি ৮ ইঞ্চি×৬ ইঞ্চি সাইজের লেমিনিটেড ছবি আসামীর নিজ নামীয় ২টি পুলিশ ভিজিটিং কার্ড উদ্ধার করে। 

এ সংক্রান্তে এসআই(নিঃ) আল আমিন বাদী হয়ে রূপসা থানায় ধৃত আসামীর বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করেন।
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত