বুধবার ২৩ এপ্রিল ২০২৫ ১০ বৈশাখ ১৪৩২
বুধবার ২৩ এপ্রিল ২০২৫
কেরানীগঞ্জে বাজারে উঠতে শুরু করেছে শীতকালীন সবজি, তবুও দাম চড়া
সোহাগ খান, কেরানীগঞ্জ (ঢাকা)
প্রকাশ: শুক্রবার, ২০ অক্টোবর, ২০২৩, ৭:২৭ PM আপডেট: ২০.১০.২০২৩ ৭:২৮ PM
ঢাকার কেরানীগঞ্জের বাজারগুলো তে উঠতে শুরু করেছে শীতকালীন সবজি। তারপরও আগের সেই চড়া দামেই কিনতে হচ্ছে ক্রেতাদের। গত সপ্তাহের মতোই উত্তপ্ত অবস্থায় রয়েছে অধিকাংশ সবজির দাম। ফলে বিপাকে পড়েছেন নিম্নআয়ের খেটে খাওয়া মানুষেরা।

শুক্রবার (২০ অক্টোবর) সকালে কেরানীগঞ্জের স্থানীয় কয়েকটি বাজার ঘুরে দেখা যায়, সপ্তাহ ঘুরলেও দাম কমেনি কোনো সবজির। বাজারে সিম বিক্রি হচ্ছে ২০০ টাকা, করলা ১০০ থেকে ১২০ টাকা, বেগুন ৮০ থেকে ১২০ টাকা, লাউ ৭০ টাকা, ফুলকপি ৫০ টাকা, কাঁচামরিচ ২০০, কুমড়া ৬০ টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া বরবটি ১০০ টাকা, গাজর ১২০ টাকা, শসা কেজি ৬০ টাকা, পেঁপে ৩০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে।

স্থানীয় গোলাম বাজারের সবজি ব্যবসায়ী সালাম বলেন, সব সবজির দামই বাড়ছে। যেগুলা ৫০-৬০ টাকা বিক্রি হতো, সেগুলা ৭০-৮০ টাকা হয়েছে। শীতের সবজি বাজারে আসতেছে, চাহিদাও আছে। 

জিনজিরা বাজারের আরেক সবজি ব্যবসায়ী মোবারক মিয়া বলেন, এ বছর টানা বৃষ্টির কারণে সবজি উৎপাদন কিছুটা ব্যাহত হয়েছে। যে কারণে বাজারে সবজি তুলনামূলক কম। তাই সাধারণ ক্রেতাদের ক্রয়ক্ষমতার বাইরেই থাকছে শীতের সবজি।

কাঁচাবাজার করতে আসা গৃহিণী শাহানা বেগম বলেন, সব কিছুর দামই তো বেড়েছে। আমাদের মতো স্বল্প আয়ের মানুষরা যে টিকে থাকব, তার অবস্থা নেই। মাছ-মাংসের কথা তো বাদই দিলাম, শাক-সবজির দামও যদি এমন বাড়ে, তাহলে তিন বেলার জায়গায় দু-বেলা খেতে হবে।

আরেক ক্রেতা সুমন মিয়া বলেন, যে টাকা নিয়ে আসলে আগে ব্যাগ ভরে সবজি নিয়ে বাড়িতে যেতাম, এখন সেই পরিমাণ টাকায় ব্যাগের অর্ধেকও ভরে না। গরিব মানুষের সস্তার খাবার হলো শাক সবজি। সেটার দামও যদি এমন থাকে তাহলে সাধারণ মানুষ খাবে কি?
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত