আওয়ামী লীগের জাতীয় কমিটির সদস্য, সাবেক ধর্ম প্রতিমন্ত্রী ও পটুয়াখালী-১ আসনের এমপি অ্যাডভোকেট শাহজাহান মিয়ার মৃত্যুতে গভীর শোক ও দুঃখপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
শনিবার ২১ অক্টোবর এক শোক বিবৃতিতে সাবেক প্রতিমন্ত্রীর বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন প্রধানমন্ত্রী।
শোক বার্তায় প্রধানমন্ত্রী বলেন, পটুয়াখালী জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি তার স্বীয় কর্মকাণ্ডের মধ্য দিয়ে আমাদের মাঝে স্মরণীয় হয়ে থাকবেন। প্রধানমন্ত্রী তার আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
অ্যাডভোকেট শাহজাহান মিয়া আজ ভোরে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৫ বছর। তিনি স্ত্রী, ৩ ছেলে ও ১ মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন, সহকর্মী, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ী রেখে গেছেন।
বাবু/এ.এস