খাগড়াছড়ি পার্বত্য জেলার মাটিরাঙ্গায় পুলিশের বিশেষ অভিযানে চোলাই মদের চালান উদ্ধার ও ১ ব্যক্তিকে আটক এবং ব্যবহৃত পিকআপটি জব্দ করা হয়েছে।
শনিবার (২১ অক্টোবর) রাত ১১টায় মাটিরাঙ্গার পৌর পুলিশ বক্সের সামনে থেকে এসব উদ্ধার করা হয়। আইয়ুব আলী (৩৫) কক্সবাজারের থানা পাড়ার বাসিন্দা। সে খাগড়াছড়ির দীঘিনালায় ভাড়া থাকে।
গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে নাম্বারবিহীন পিকআপ থেকে ১১৫২লিটার চোলাই মদ উদ্ধার করা হয়। এসময় আইয়ুব আলীকে গ্রেফতার করা হয়।
মাটিরাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মো: জাকারিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় মামলা দায়ের হয়েছে।