ওয়ানডে বিশ্বকাপের ২১তম ম্যাচে নিউজিল্যান্ডকে ২৭৩ রানে আটকে ফেলেছে স্বাগতিক দেশ ভারত। ৫০ ওভারে সব উইকেট হারিয়ে ২৭৩ রান করেছে নিউজিল্যান্ড।
ধর্মশালার স্টেডিয়ামে আজ টস জিতে নিউজিল্যান্ডকে প্রথমে ব্যাট করার জন্য আমন্ত্রণ জানান ভারতের অধিনায়ক রোহিত শর্মা। কিন্তু ব্যাটিংয়ে নেমেই একের পর এক ধাক্কা খায় কিউই ব্যাটাররা। দলীয় ৯ রানে সিরাজের বলে রানের খাতা না খুলেই ক্যাচ তুলে দেন ওপেনার কনওয়ে। এরপর ১০ রান যোগ করতেই দ্বিতীয় উইকেটের পতন ঘটে।
উইল ইয়ং আউটের পর রাভিন্দ্র ও মিশেল ভারতীয় বোলারদের বিরুদ্ধে ঝুটি গড়েন। দলীয় ১৭৮ রানে রাভিন্দ্র সামির বলে ক্যাচ আউট হন। তিনি করেন ৭৫ রান। পরে দলীয় ২০৫ রানে আউট হন টম লাথাম।
লাথামের মতো একে একে সবাই ফিরতে থাকেন সাজ ঘরে। কেউই সঙ্গ দিতে পারছিলেন না মিশেলকে। শেষ পর্যন্ত লড়াই করে ১২৭ বলে ১৩০ রান করে সামির বলে ক্যাচ আউট হন মিশেল। আর নিউজিল্যান্ডের লড়াকু পুঁজি দাড়ায় ২৭৩ রানে।
ভারতের পক্ষে মোহাম্মদ সামি একাই শিকার করেছেন ৫ উইকেট। এ ছাড়া, কুলদিপ ২টি এবং বুমরাহ ও সিরাজ ১টি করে উইকেট তুলে নেন।