বুধবার ২৩ এপ্রিল ২০২৫ ১০ বৈশাখ ১৪৩২
বুধবার ২৩ এপ্রিল ২০২৫
রাফাহ সীমান্ত দিয়ে গাজায় যাচ্ছে আরও ১৭ ট্রাক ত্রাণ
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: রবিবার, ২২ অক্টোবর, ২০২৩, ৭:২৩ PM
গাজার সঙ্গে থাকা মিসরের রাফাহ সীমান্ত খুলে দেওয়ার পর আবারও দ্বিতীয় দিনের মতো ত্রাণবাহী ১৭টি ট্রাক দক্ষিণ উপত্যকার দিকে প্রবেশ করেছে। প্রথম দিন ২০ ট্রাক ত্রাণ গাজায় চিকিৎসা সহায়তা, খাদ্য ও পানি নিয়ে প্রবেশ করেছিল।

জাতিসংঘ অনুমান করেছে, গাজাবাসীদের চাহিদা মেটাতে প্রতিদিন প্রায় ১০০ ট্রাক ত্রাণ প্রয়োজন।

গাজা থেকে ক্রমাগত রকেট হামলার মধ্যে এবং শক অ্যাসাল্টের পর থেকে গাজায় অপহৃত ও আটক হওয়া জিম্মির সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২১২ জন। ৭ অক্টোবর দক্ষিণ ইসরায়েলে হামাসের ধ্বংসাত্মক আক্রমণের পর এটি ছিল গাজা উপত্যকায় দ্বিতীয়বারের মতো ত্রাণের চালান।

ইসরায়েলের স্থল আক্রমণের আগে এবং আইডিএফ সন্ত্রাসী লক্ষ্যবস্তুতে বিমান হামলা চালিয়ে যাওয়ার আগে এই সাহায্য গাজায় প্রবেশ করেছিল।

ইসরায়েল বলেছে, তাদের আক্রমণের লক্ষ্য হামাসের অবকাঠামো ধ্বংস করা এবং পুরো গোষ্ঠীকে নির্মূল করা। তারা আরও বলেছে, বেসামরিক হতাহতের সংখ্যা কমানোর জন্য হামাস যে সমস্ত এলাকায় কাজ করে সেগুলোকে লক্ষ্যবস্তু করা হয়েছে।

উত্তর গাজার বাসিন্দাদের প্রত্যাশিত স্থল আক্রমণের আগে দক্ষিণ দিকে সরে যাওয়ার আহ্বান জানিয়েছে ইসরায়েল।
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত