বুধবার ২৩ এপ্রিল ২০২৫ ১০ বৈশাখ ১৪৩২
বুধবার ২৩ এপ্রিল ২০২৫
রায়পুরায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু
এ.কে.এম সেলিম, রায়পুরা (নরসিংদী)
প্রকাশ: সোমবার, ২৩ অক্টোবর, ২০২৩, ৩:২১ PM
নরসিংদীর রায়পুরায় ঢাকা সিলেট মহাসড়কের মাহমুদাবাদ নামক স্থানে নিয়ন্ত্রণ হারিয়ে পায়েল মিয়া (২৫) নামে এক যুবক নিহত হয়েছে।আজ সোমবার দুপুর সাড়ে ১২ টায় এই দূর্ঘটনা ঘটে।

নিহত পায়েল পাশ্ববর্তী মুছাপুর ইউনিয়নের বীরশ্রেষ্ঠ মতিউর নগর (রামনগর) গ্রামের শাহাবুদ্দিনের ছেলে।
প্রত্যক্ষদরশীরা জানান, অতিরিক্ত গতিতে আসা ভৈরবগামী একটি মোটরসাইকেল ( ঢাকা মেট্রো ল- ৪৩-৪৫৫০) মাহমুদাবাদ নামাপাড়া পুরাতন ব্রহ্মপুত্র নদীর ব্রীজ থেকে ২০০ গজ পশ্চিমে মহাসড়কের পাশের পিলারের সাথে ধাক্কা লেগে পায়েল নামের ছেলেটি সড়কে ছিটকে পড়ে। সাথে সাথেই তার মৃত্যু হয়। নিহত পায়েলের মাথায় হেলমেট ছিল না। খবর পেয়ে ভৈরব হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে এসে নিহতের লাশ ও ভেঙে যাওয়া মোটরসাইকেল থানায় নিয়ে যায়। এসময় পায়েলের সাথে মোটরসাইকেলে আর কেউ ছিল না।

দূর্ঘটনার সংবাদ পেয়ে কিছুক্ষণের মধ্যেই নিহের মা ও স্বজনরা কাঁদতে কাঁদতে ঘটনাস্থলে ছুটে আসেন। স্বজনদের একজন জানান, পায়েল তার বন্ধুর মোটরসাইকেল নিয়ে ভৈরব যাবে বলে বাড়ি থেকে বের হয়।

এ ব্যাপারে ভৈরব হাইওয়ে থানার উপ পরিদর্শক মো. সাকের আহমেদ জানান, দুপুর সাড়ে ১২ টায় ফোনে দূর্ঘটনার সংবাদ পেয়ে সাথে সাথে ঘটনাস্থলে পুলিশ আসে। এসে মোটরসাইকেল আরোহীকে মৃত অবস্থায় দেখতে পাই। প্রত্যক্ষদর্শীরা জানান, অতিরিক্ত গতি থাকায় নিয়ন্ত্রণ মহাসড়কের পিলারে ধাক্কা লেগে ছিটকে পড়ে আরোহী।  ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। লাশ ও মোটরসাইকেল থানায় পাঠানো হয়েছে।  আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।


« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত