মঙ্গলবার ২২ এপ্রিল ২০২৫ ৯ বৈশাখ ১৪৩২
মঙ্গলবার ২২ এপ্রিল ২০২৫
রাজবাড়ী বালিয়াকান্দির নারুয়াতে মতবিনিময় সভা অনুষ্ঠিত
বালিয়াকান্দি রাজবাড়ী
প্রকাশ: বুধবার, ২৫ অক্টোবর, ২০২৩, ২:২৫ PM আপডেট: ২৫.১০.২০২৩ ৫:২১ PM

রাজবাড়ী বালিয়াকান্দিতে উপজেলার নারুয়া ইউনিয়নে বয়স্ক, বিধবা, প্রতিবন্ধী ভাতা, টিসিবি, ভিডাব্লিউবিসহ সকল উপকারভোগীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৫ অক্টোবর) সকালে নারুয়া ইউনিয়ন আ.লীগের আয়োজনে নারুয়া লিয়াকত আলী স্মৃতি স্কুল এন্ড কলেজ মাঠ প্রাঙ্গনে এসভায় প্রধান অতিথিতির বক্তব্যে জেলা আ.লীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা জিল্লুল হাকিম এমপি বলেন দেশের অসহায় মানুষের কথা চিন্তা করে ভাতার ব্যবস্থা করে দিয়েছে। তার সুফল আপনারা পাচ্ছেন। আজকে প্রতিবন্ধীদের জন্য চাকরিতে কোঠার ব্যবস্থা করে দিছেন। রাস্তা-ঘাট ব্রীজ, স্বাস্থ্য  সহ সকল বিভাগে উন্নয়ন করেছে। আগামীতে যদি আ.লীগ ক্ষমতায় না আসে তাহলে আপানাদের ভাত সহ সকল সুবিধা বন্ধ হয়ে যাবে যেভাবে তারা কমিউনিটি ক্লিনিক বন্ধ করে দিয়েছিল। তাই আপনারা আগামী নির্বাচনের জননেত্রী শেখ হাসিনাকে ভোট দিয়ে পুনরায়  প্রধানমন্ত্রী নির্বাচিত করবেন।

নারুয়া ইউনিয়ন আ.লীগ সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান মো জহুরুল ইসলামের সভাপতিত্বে ও ইউনিয়ন শ্রমিকলীগ সাধারণ সম্পাদক শেখ মুহিদুল ইসলামের সঞ্চালনায়, অন্যানের মধ্যে বক্তব্য দেন জেলা আ.লীগ সহ সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান একেএম শফিকুল মোরর্শেদ আরুজ, উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ, ইউনিয়ন আ.লীগ যুগ্ম সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, উপকারভোগী মোস্তফা কামাল, রূমি আক্তার প্রমুখ।

বাবু/এ.এস

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত