মঙ্গলবার ২২ এপ্রিল ২০২৫ ৯ বৈশাখ ১৪৩২
মঙ্গলবার ২২ এপ্রিল ২০২৫
চাঁদা না দেওয়ায় মুক্তিযোদ্ধার বাড়িতে সন্ত্রাসী হামলার অভিযোগ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ২৫ অক্টোবর, ২০২৩, ৩:৩৮ PM আপডেট: ২৫.১০.২০২৩ ৭:১৩ PM
মুন্সিগঞ্জ জেলার শ্রীনগরে চাঁদা না দেওয়ায় মুক্তিযোদ্ধা আব্দুল লতিফের বাড়িতে সন্ত্রাসী হামলার অভিযোগ উঠেছে।

সোমবার (২৩ অক্টোবর) সন্ধ্যা উপজেলার শ্রীনগর  হরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। ঘটনার পর হামলাকারীরা বাড়ির সামনে অবস্থান করে মুক্তিযোদ্ধাকে হাসপাতালে চিকিৎসা সেবা দিতে বাধা সৃষ্টি করে।  খবর পেয়ে শ্রীনগর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে নিশ্চিত করেছেন শ্রীনগর থানার ওসি মোহাম্মদ আব্দুল্লাহ আল তায়াবীর।

মুক্তিযোদ্ধা আব্দুল লতিফ জানান, সেদিন সন্ধ্যা ৬টার দিকে তিনি বাড়িতে অবসর সময় পাড় করছিলেন। এ সময় আসিফ, হুকুম আলী, কালামসহ ১০-১২ জন বাড়ি নিচ থেকে চিল্লাচিল্লি করতে করতে দেশীয় অস্ত্র ও লাঠিসোঠা নিয়ে বাসার ভেতরে প্রবেশ করে। 

মুক্তিযোদ্ধার ছেলে মাহফুজ এ ঘটনার প্রতিবাদ করলে সন্ত্রাসীরা এলোপাতাড়ি পিটিয়ে গুরুতর জখম করে আহত করে। এ সময় সন্ত্রাসীরা পুত্রবধূ সুইটি আক্তার, জুথি বেগম, মেয়ে সোনিয়া ও তার স্ত্রী খোদেজা বেগম আহত করে। তিনি এ হামলার প্রতিবাদ ও হামলাকারীকে গ্রেফতার দাবি জানান। 

তার ছেলে মাহফুজ বলেন, পুলিশ আসার পর হামলাকারীরা চলে গেলেও ফোনে হুমকি দিয়ে যাচ্ছে। দোকানে যেতে হলে তাদের জন্য এক লাখ টাকা নিয়ে যেতে বলছে।

এ বিষয়ে শ্রীনগর থানার ওসি মোহাম্মদ আব্দুল্লাহ আল তায়াবীর বলেন, তদন্ত শুরু হয়েছে। চাঁদাবাজদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে।
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত