বুধবার ২৩ এপ্রিল ২০২৫ ১০ বৈশাখ ১৪৩২
বুধবার ২৩ এপ্রিল ২০২৫
যথাসময়েই নির্বাচন অনুষ্ঠিত হবে : আনিছুর রহমান
এনায়েত খান, ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২৫ অক্টোবর, ২০২৩, ৫:২৪ PM

নির্বাচন কমিশনার মো. আনিছুর রহমান বলেছেন, নির্বাচন কমিশন বা নির্বাচনী কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তাসহ অন্যান্য যারা আছেন- তাদের কিন্তু দায়িত্ব নয় যে ভোটার আনা। ভোটার আনার দায়িত্ব হলো যারা ভোট করেন, সেই প্রার্থী এবং যারা রাজনৈতিক দল থেকে মনোনয়ন পেয়েছেন তাদের দায়িত্ব বা যিনি স্বতন্ত্র প্রার্থী তার দায়িত্ব। আমাদের দায়িত্ব পরিবেশ সৃষ্টি করে দেওয়া। আমাদের যে কর্মকাণ্ড, এতে কোনো ব্যত্যয় হবে না।

আজ বুধবার (২৫ অক্টোবর) দুপুরে ব্রাহ্মণবাড়িয়া জেলা শিল্পকলা একাডেমিতে ভোটগ্রহণ কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা জানান তিনি। আগামী ৫ নভেম্বর অনুষ্ঠিতব্য ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল ও আশুগঞ্জ) আসনের উপ-নির্বাচন উপলক্ষে জেলা প্রশাসন এ মতবিনিময় সভার আয়োজন করে।

ইসি আনিছুর রহমান বলেন, সব দলকে নির্বাচনে অংশগ্রহণ করার জন্য নির্বাচন কমিশনের নিবন্ধিত ৪৪টি দলকেই আমন্ত্রণ জানিয়েছি। তাদের সঙ্গে আমরা সংলাপ করেছি। কেউ কেউ আমাদের আহ্বানে সাড়া দেয়নি। তাদেরকে আমরা আবারও আহ্বান জানিয়েছি। তিনি বলেন, সর্বশেষ গত এপ্রিল মাসেও প্রধান নির্বাচন কমিশনারের সাক্ষরে চিঠিগুলো গিয়েছিল। রাজনৈতিক বিষয় আমরা সমাধান করতে পারব না বা এটি আমাদের ম্যান্ডেটও নয়। আমরা নির্বাচনী পরিবেশ সৃষ্টি করব। তিনি আরও বলেন, রাজনৈতিক দলগুলোরও দায়বদ্ধতা আছে। বিধিবিধানে আছে নির্বাচনে অংশগ্রহণ না করলে কী হবে না হবে- এগুলো ওনারা ভালো করে জানেন।

আমরা চাই ভোটার আসুক। ভোটাররা যদি আসেন, তাহলে সেটিকে অবশ্যই অংশগ্রহণমূলক নির্বাচন বলতে হবে। ভোটার উপস্থিতি বেশি হয়, তাহলে আমি অবশ্যই সেটাকে অংশগ্রহণমূলক বলব। আমরা আশায় বুক বেধে আছি হয়তো সবাই নির্বাচনে আসবে। আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে কোনো শঙ্কা নেই উল্লেখ করে আনিছুর রহমান বলেন, সহসায় নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে। নির্বাচনের সব প্রস্তুতি প্রায় সম্পন্ন। যথাসময়েই নির্বাচন অনুষ্ঠিত হবে।ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক ও উপ-নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মো. শাহগীর আলমের সভাপতিত্বে মতবিনিময় সভায় নির্বাচন কমিশন সচিব মো. জাহাংগীর আলম, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) জিয়াউল হক মীর এবং জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ সাদেকুল ইসলাম উপস্থিত ছিলেন।

বাবু/এ.এস

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত