সোমবার ২১ এপ্রিল ২০২৫ ৮ বৈশাখ ১৪৩২
সোমবার ২১ এপ্রিল ২০২৫
মুম্বাইয়ে ‘মুজিব’ দেখলেন বলিউড তারকারা
বিনোদন ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ২৬ অক্টোবর, ২০২৩, ৩:৫১ PM
বুধবারের দিনটা ঢাকাই সিনেমার জন্য বিশেষ হয়ে গেলো। একই দিনে বলিউডের দুটি আয়োজনের কেন্দ্রবিন্দু ছিলেন ঢাকার দুই তারকা শাকিব খান ও আরিফিন শুভ। প্যান ইন্ডিয়ান সিনেমা ‘দরদ’র প্রেস কনফারেন্সে নায়িকা সোনাল চৌহানসহ কথা বলেছেন শাকিব। অন্যদিকে শুভ অংশ নিয়েছেন তার অভিনীত বহুল আলোচিত সিনেমা ‘মুজিব: একটি জাতির রূপকার’র প্রিমিয়ারে।

ভারতজুড়ে বিভিন্ন ভাষায় শুক্রবার মুক্তি পাচ্ছে ‘মুজিব’। এ উপলক্ষে বিশেষ প্রদর্শনীর আয়োজন করা হয়। এতে হাজির হয়েছেন বলিউডের কিংবদন্তি অভিনেতা নাসিরুদ্দিন শাহ থেকে এ প্রজন্মের তারকা অদিতি রাও হায়দারিসহ অনেকে। এসেছেন ছবির সংগীত পরিচালক শান্তনু মৈত্র, অভিনেতা রজিত কাপুর, তুমুল জনপ্রিয় গায়িকা শ্রেয়া ঘোষাল, গুণী অভিনেত্রী দিব্যা দত্ত, দক্ষিণী অভিনেতা সিদ্ধার্থ সূর্যনারায়ণ প্রমুখ।

মুম্বাইয়ে অবস্থিত ন্যাশনাল মিউজিয়াম অব ইন্ডিয়ান সিনেমার থিয়েটার হলে প্রদর্শিত হয়েছে ‘মুজিব’। এতে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ ও ভারতের চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশনের দুই ব্যবস্থাপনা পরিচালক নুজহাত ইয়াসমিন ও প্রতুল কুমার।

প্রিমিয়ারে গণমাধ্যমের মুখোমুখি হয়ে ‘মুজিব’ নির্মাতা শ্যাম বেনেগাল বলেছেন, ‘সত্যি বলতে এই ছবির নির্মাণকাজ আমি উপভোগ করেছি। আমি সম্মানিত যে, বাংলাদেশের প্রধানমন্ত্রী ও মুজিবের কন্যা ছবিটি পছন্দ করেছেন।’

ছবিটির একটি গানে কণ্ঠ দিয়েছেন শ্রেয়া ঘোষাল। তিনি উচ্ছ্বাস প্রকাশ করে বললেন, ‘এই ছবির অংশ হতে পেরে আমি আনন্দিত। এটা বাস্তব জীবনের গল্প এবং এক মহান ব্যক্তির প্রতি শ্রদ্ধা নিবেদন। বাংলাদেশের সঙ্গে আমাদের বন্ধুত্বের একটা উপহার বলা যেতে পারে ছবিটিকে। আমি মনে করি, এটা এমন এক গল্প যেটা পুরো জাতির সামনে আনা প্রয়োজন। সত্যিই এর অংশ হতে পেরে সম্মানিত বোধ করছি।’

পর্দার ‘মুজিব’ অর্থাৎ আরিফিন শুভকে পেয়ে ঘিরে ধরেন সাংবাদিকরাও। সেখানে ঢাকার এই নায়ক বলেছেন, ‘শ্যাম বেনেগাল স্যারের সঙ্গে এটা আমার চার বছরের একটা জার্নি। যেটা আমি সারা জীবন মনে রাখবো। আর এই যে ইতিহাস বা গল্প, এটা শুধু বাংলাদেশের না। ৪৭ থেকে ৫২ এবং এরপর ৭১ সাল; ভারতের সঙ্গে আমাদের সম্পর্ক অনেক পুরনো। এটা যদিও আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনী, কিন্তু এখানে এমন অনেক কিছু আছে, যেটা দেখে আপনারা বুঝতে পারবেন দুই দেশ মিলে পরষ্পরের জন্য কত কী করেছে।’

উল্লেখ্য, বাংলাদেশ ও ভারত সরকারের যৌথ প্রযোজনায় ৮৩ কোটি টাকা বাজেটে নির্মিত হয়েছে ‘মুজিব: একটি জাতির রূপকার’। এতে আরিফিন শুভ ছাড়াও আছেন নুসরাত ইমরোজ তিশা, নুসরাত ফারিয়া, রিয়াজ আহমেদ, জায়েদ খান, দিলারা জামান, চঞ্চল চৌধুরী, সিয়াম আহমেদ, খায়রুল আলম সবুজ, ফেরদৌস আহমেদ, দীঘি, রাইসুল ইসলাম আসাদ, গাজী রাকায়েত, তৌকীর আহমেদ, মিশা সওদাগরসহ শতাধিক শিল্পী।

স্টার সিনেপ্লেক্সে দর্শকের চাপ

মুক্তির পর থেকেই দেশের বৃহত্তম মাল্টিপ্লেক্স চেইন স্টার সিনেপ্লেক্সের প্রায় সবগুলো শাখাতেই দর্শকদের উপচে পড়া ভিড় চোখে পড়েছে। 

দর্শক চাহিদার কথা চিন্তা করে সিনেপ্লেক্সের বিভিন্ন শাখায় শো-এর সংখ্যা বাড়ানো হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশনের (বিএফডিসি) জনসংযোগ কর্মকর্তা হিমাদ্রি বড়ুয়া।

তিনি বলেন, ‘টিকিট সংকটের কারণে সিনেপ্লেক্সের বিভিন্ন শাখায় শো বাড়ানো হয়েছে। এখন থেকে বসুন্ধরা, ধানমন্ডি, মহাখালী, মিরপুর ও চট্টগ্রাম শাখায় প্রতিদিন ৬টি শো প্রদর্শিত হবে। অন্যদিকে বিজয় সরণি শাখায় ২টি এবং রাজশাহী শাখায় ১টি শো চলবে।’

‘মুজিব’ সিনেমা স্টার সিনেপ্লেক্সে ভালো ব্যবসা করছে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি। শুধু স্টার সিনেপ্লেক্স নয় একই অবস্থা প্রায় সমগ্র বাংলাদেশের সিনেমা হলে। দর্শক চাহিদা বাড়ায় মুক্তির দুদিন না যেতেই ১৫৩ থেকে ১৬১ সিনেমা হল পায় ‘মুজিব’। দ্বিতীয় সপ্তাহে এসে সেই সংখ্যা দাড়ায় ১৬৪।  

প্রেক্ষাগৃহে ছবিটি উপভোগের পর আবেগাপ্লুত হচ্ছেন দর্শকরা। পরিবার নিয়ে সিনেমাটি দেখার পর একজন দর্শক বলেন, ‘প্রত্যাশার চেয়েও বেশি কিছু পেলাম। মনে হলো, বঙ্গবন্ধুকে নিয়ে একটি সিনেমা তো এমনই হবে। আমার সন্তানকে নিয়ে এসেছি আমাদের জাতির জনককে পর্দায় দেখাতে।’

উল্লেখ্য, বাংলাদেশ ও ভারত সরকারের যৌথ প্রযোজনায় নির্মিত হয়েছে ‘মুজিব - একটি জাতির রূপকার’। এটি পরিচালনা করেছেন ভারতের খ্যাতিমান নির্মাতা শ্যাম বেনেগাল। সিনেমাটি সব শ্রেণি-পেশার মানুষের কাছে পৌঁছে যাবে বলে মনে করেন এর সঙ্গে জড়িত অভিনেতা-অভিনেত্রীসহ কলাকুশলীরা।

বাবু/এমএ

 
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত