পটুয়াখালী-১ আসনে বইছে ভোটের হাওয়া। ২৬ নভেম্বর আসনটিতে হবে উপনির্বাচন। তবে আগামী জানুয়ারি মাসে জাতীয় নির্বাচন হওয়ার কথা রয়েছে। সে কারণে এই আসনে নির্বাচিত সংসদ সদস্য সংসদে বসার সুযোগ পাবেন না। তবু নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হওয়া নিয়ে আগ্রহে কমতি নেই নেতাদের। দলের মনোনয়ন পেতে দৌড়ঝাঁপ শুরু করে দিয়েছেন তাঁরা।
উপনির্বাচনে দলের প্রার্থী ঠিক করতে গতকাল থেকে মনোনয়ন ফরম বিক্রি শুরু করেছে আওয়ামী লীগ। আজ বিকেল পর্যন্ত ফরম সংগ্রহ ও জমা দেওয়া যাবে। এর মধ্যে অনেকেই মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।
পটুয়াখালী-১ আসন সদর, মির্জাগঞ্জ ও দুমকী উপজেলা নিয়ে গঠিত। সংসদ সদস্য শাহজাহান মিয়া ২১ অক্টোবর মারা যাওয়ায় আসনটি শূন্য ঘোষণা করা হয়। আসনটিতে ২৪ অক্টোবর উপনির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন। তফসিল অনুযায়ী ২৬ নভেম্বর ভোট গ্রহণ করা হবে।
পটুয়াখালী-১ আসনের বিভিন্ন এলাকায় জনসংযোগ শেষে সম্ভাব্য প্রার্থীদের মধ্যে বর্তমানে ঢাকায় রয়েছেন কেন্দ্রীয় আওয়ামী লীগের শ্রম ও জনশক্তি বিষয়ক উপ কমিটির সদস্য মোহাম্মদ আলী আশরাফ, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আফজাল হোসেন, দুমকি উপজেলা চেয়ারম্যান ও কেন্দ্রীয় কৃষকলীগের সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হারুন অর রশিদ হাওলাদার, পটুয়াখালী-১ আসনের সংসদ সদস্য ও সাবেক ধর্ম প্রতিমন্ত্রী সদ্যপ্রয়াত অ্যাডভোকেট শাহজাহান মিয়ার পুত্র অ্যাডভোকেট তারিকুজ্জামান মনি, পটুয়াখালী জেলা আওয়ামী লীগের সহসভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট সুলতান আহম্মেদ মৃধা ও পটুয়াখালী সদর উপজেলা চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট গোলাম সরোয়ার।
খোঁজ নিয়ে জানা যায়, ইতিমধ্যেই সরকারি বিভিন্ন গোয়েন্দা সংস্থা এবং আওয়ামী লীগের পক্ষ থেকে বিভিন্ন পর্যায়ে যে জরিপ করা হয়েছে, সেখানে পটুয়াখালী-১ (সদর, দুমকি, মির্জাগঞ্জ) আসনে ভোটের ও জনপ্রিয়তার হিসেবে এগিয়ে আছেন কেন্দ্রীয় আওয়ামী লীগের শ্রম ও জনশক্তি বিষয়ক উপকমিটির সদস্য মোহাম্মদ আলী আশরাফ।
নির্বাচনি জরিপের ক্লিন ইমেজ, এলাকার মানুষের সঙ্গে ঘনিষ্ঠ ও নিবিড় সম্পর্ক নিয়মিত যোগাযোগ এবং এলাকার উন্নয়ন এবং অসহায়-দুস্থ মানুষের সহায়তায় ব্যাপক অবদান রাখায় তরুণ নেতা মোহাম্মদ আলী আশরাফের জনপ্রিয়তা সবচেয়ে বেশি। আওয়ামী লীগকে ঐক্যবদ্ধ রাখতে তিনি দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছেন। এই নির্বাচনী এলাকার ২৫ টি ইউনিয়ন, ৩ টি উপজেল ও একটি পৌরসভার উন্নয়নে তিনি যথেষ্ট অবদান রেখে চলেছেন।
আসন্ন উপনির্বাচন সম্পর্কে কেন্দ্রীয় আওয়ামী লীগের শ্রম ও জনশক্তি বিষয়ক উপকমিটির সদস্য, দৈনিক বাংলাদেশ বুলেটিন সম্পাদক ও প্রকাশক মোহাম্মদ আলী আশরাফ বলেন, দীর্ঘদিন ধরেই আমি এলাকার মানুষের সেবায় কাজ করে যাচ্ছি। অসহায়-দুস্থদের মাঝে মাননীয় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণসহ নানাভাবে আমি তাদের পাশে থেকে থেকেছি ও আছি। তাছাড়া, আওয়ামী লীগকে ঐক্যবদ্ধ রেখে মাননীয় প্রধানমন্ত্রীর অপ্রতিরোধ্য উন্নয়নের বার্তা সর্বস্তরের মানুষের মধ্যে পৌঁছানোর জন্য আমি নিরলসভাবে কাজ করে যাচ্ছি। আমি মনে-প্রাণে বিশ্বাস করি, দল যদি মনোনয়ন দেয়; তাহলে এই এলাকার ভোটাররা আমাকে বিপুলভাবে বিজয়ী করবে। মাননীয় প্রধানমন্ত্রী ও দলের সভাপতি, আমার আদর্শের নেত্রী দেশরত্ন শেখ হাসিনা যে সিদ্ধান্ত নেবেন, সেটাই আমি মাথা পেতে নেব।
প্রসঙ্গত, গত ২১ অক্টোবর ভোরে ঢাকা বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান পটুয়াখালী-১ আসনের সংসদ সদস্য ও সাবেক ধর্ম প্রতিমন্ত্রী অ্যাডভোকেট শাহজাহান মিয়া।
পরদিন সংসদ সচিবালয় পটুয়াখালী-১ আসনকে শূন্য ঘোষণা করে। ২৪ অক্টোবর মঙ্গলবার নির্বাচন কমিশন সচিব মো. জাহাঙ্গীর আলম পটুয়াখালী-১ উপনির্বাচনের তফসিল ঘোষণা করেন। তফসিল অনুয়ায়ী ১ নভেম্বর মনোনয়নপত্র দাখিল, ২ নভেম্বর মনোনয়নপত্র বাছাই, ৯ নভেম্বর মনোনয়নপত্র প্রত্যাহার এবং ১০ নভেম্বর প্রতীক বরাদ্দের তারিখ নির্ধারণ হয়েছে। ২৬ নভেম্বর ভোটগ্রহণ হবে।