দীর্ঘ ১৬ বছর ধরে বন্ধ হয়ে আছে পিরোজপুরের সন্ন্যাসী ফেরিঘাট। বারবার আশ্বাস দিয়েও চালু হয়নি ফেরি চলাচল। ফলে ঝুঁকি নিয়ে প্রতিদিন নদী পারাপার হচ্ছে এই রুটে চলাচলকারী হাজারো যাত্রী।
পিরোজপুরের ইন্দুরকানীর পানগুছি নদীতে সন্ন্যাসী ফেরি ঘাটটি ২০০৫ সালে চালু হয়। দুই বছর পর প্রলয়ংকরী ঘূর্ণিঝড় সিডরে ক্ষতিগ্রস্ত হওয়ায় বন্ধ হয়ে যায়। এরপর ১৬ বছর কেটে গেলেও চালু করা হয়নি পিরোজপুর-মোরেলগঞ্জ-মোংলা-শরণখোলা রুটের এই ফেরি ঘাটটি। ফলে ঝুঁকি নিয়ে নদী পার হচ্ছেন এই রুটে চলাচলকারী যাত্রীরা।
স্থানীয় বাসিন্দা আনিচ জমাদ্দার বলেন, নদীটি পার হতে ট্রলারই একমাত্র ভরসা। যা বর্ষা মৌসুমে ও বৈরী আবহাওয়ায় প্রায়ই বন্ধ থাকে। বারবার আশ্বাসের পরও অজানা কারণে চালু হয়নি ফেরি চলাচল। ফলে, অসুস্থ রোগী ও শিক্ষার্থীরা সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েন। আমাদের দাবি হাজারো মানুষের দুর্ভোগ লাঘবে আবারও সন্নাসীর ফেরি চালু করা হোক।
আজিজুল হক নামে আরেকজন বলেন, প্রায়ই এই ঘাট থেকে যাতায়াত করি। সব সময় ট্রলার না থাকার কারণে আমাদের অনেক সময়ই ভোগান্তিতে পড়তে হয়।
তুহিন হোসেন বলেন, এই ঘাটটি আমাদের অনেক গুরুত্বপূর্ণ। এখানে ফেরি না থাকায় প্রতিদিন হাজার হাজার মানুষের ভোগান্তিতে পড়তে হয়।
পিরোজপুর সড়ক ও জনপথের নির্বাহী প্রকৌশলী তানভীর আহমেদ জানান, সন্ন্যাসী ঘাটটি আমাদের অনেক গুরুত্বপূর্ণ। আমরা চেষ্টা করছি ফেরি ঘাটটি পুনরায় চালু করার জন্য।